বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বিজিবি সদস্যকে গুলি করে হত্যার বিষয়ে তদন্ত চলছে। সীমান্তরক্ষী বাহিনীকে মরণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে আহ্বান জানিয়েছেন তিনি। বিএনপি-জামাত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, তাঁরা ২০১৪ ও ২০১৮ সালের মত এবারের নির্বাচনকেও বাধাগ্রস্ত করেছে। এরপরও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।
এই অবস্থায় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভারত-বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে, এমনটাই জানিয়েছেন বাংলদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ভারত সফরে আসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। হায়দ্রাবাদ হাউসে দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ভারত-বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক যে নতুন উচ্চতায় উঠেছে, সেটিকে আরও ঘনিষ্ঠ ও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।
এছাড়াও সীমান্তে হত্যা নয়, সৌহার্দ্য বজায় রাখা, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধিতে চট্টগ্রাম ও মোংলা বন্দরকে ভারতের ব্যবহারের কার্যকর সূচনা, বিদ্যুৎ–শক্তির উৎসজনিত সহায়তার বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গাদের পূর্ণ অধিকার-সহ মায়ানমারে প্রত্যাবাসন এবং বর্তমান পরিস্থিতি নিয়েও একযোগে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে, বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই বিদেশমন্ত্রী আন্তঃসীমান্ত সংযোগ, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারত্ব, প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, জলসম্পদের মতো ক্ষেত্রের অগ্রগতি পর্যালোচনা করেছেন।
অন্যদিকে, মায়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতি ক্রমশই তীব্র হচ্ছে। এই আবহে মায়ানমার পরিস্থিতি নিয়ে ভারত সফরে আসা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে মায়ানমার সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভারত-বাংলাদেশ এক সঙ্গে কাজ করবে। এই বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে তার আলোচনা হয়েছে। পরে এই সংক্রান্ত বিস্তারিত কর্মপদ্ধতি ঠিক করা হবে।
এর আগে রবিবার অজিত ডোভাল ঢাকা গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। খবর, সেই বৈঠকের মূল বিষয় ছিল মায়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতি। বিদ্রোহী জোটের অগ্রগতি রুখতে ইতোমধ্যেই ভারত এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাখাইন প্রদেশের বেশ কিছু জনপদে ভারী কামান থেকে গোলাবর্ষণও চলছে। কামানের গোলায় মৃত্যু হয়েছে বাংলাদেশের কয়েকজন নাগরিকের। ফলে সীমান্ত এলাকার সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে দিল্লি এবং ঢাকার। ভারতের মিজ়োরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং বাংলাদেশের কক্সবাজার–বান্দরবান এলাকার সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মায়ানমারের নাগরিকেরা পালিয়ে চলে আসছেন দু’দেশেই; যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘও।
READ MORE

এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS







