Latest

ভারতে ‘খুন’ হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম

ভারতে চিকিৎসা করাতে এসে ‘খুন’ হয়েছেন বাংলাদেশের সংসদ সদস্য এবং আওয়ামি লীগের নেতা আনোয়ারুল আজিম। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (সিআইডি) অখিলেশ চতুর্বেদী বলেছেন, কিছু প্রমাণের ভিত্তিতে তাঁরা মনে করছেন যে, তাকে হত্যা করা হয়েছে।

Anwarul Azim Anar

বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল আজিম। তার মৃতদেহ বুধবার কলকাতার নিউ টাউনে পাওয়া গেছে, তবে মৃত্যুর কারণ এখনও জানা যায় নি, বলেছে কলকাতা পুলিশ। মৃতদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে তারা জানায়। Credit: Facebook/Anwarul Azim Anar via BBC

গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশের শাসকদল আওয়ামী লীগের তিন বারের সাংসদের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর দফতর থেকে দিল্লি ও কলকাতার কূটনৈতিক ভবনে জানানোর পরে শনিবার থেকে খোঁজ খবর শুরু হয়। ভারতীয় আইনশৃঙ্খলা বিভাগকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

জানা যাচ্ছে, নিখোঁজ সাংসদের তদন্তে নেমে পুলিশের কাছে উঠে আসছে খুনের তত্ত্ব। পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (সিআইডি) অখিলেশ চতুর্বেদী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য পেয়েছি, যার ভিত্তিতে মনে করা হচ্ছে যে, ওনাকে হত্যা করা হয়েছে।’

এদিকে, বুধবার ঢাকায় নিজ বাসভবনে সংবাদ ব্রিফিং করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার সঙ্গে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা খুন। তাঁকে হত্যা করা হয়েছে।’
সাংসদ আনোয়ারুল আজিমের মৃতদেহ বুধবার কলকাতার নিউ টাউনে পাওয়া গেছে, তবে মৃত্যুর কারণ এখনও জানা যায় নি, বলেছে কলকাতা পুলিশ। মৃতদেহ টুকরো টুকরো করা হয়েছে বলে তারা জানায়।

চিকিৎসা করাতে গত ১২ মে কলকাতা এসেছিলেন ঝিনাইদহ-৪ আসন থেকে গত তিন বার আওয়ামী লীগের টিকিটে জয়ী সাংসদ আনোয়ারুল আজিম। তার পর পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ করেন নি তিনি। ১৪ মে থেকে তাঁর ফোনও সুইচড অফ ছিল।

পুলিশ সূত্রে খবর, শেষবার তাঁর মোবাইল টাওয়ারের লোকেশন উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছিল। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে আনোয়ারুলের পরিবারের তরফে এর পর যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস, ব্যারাকপুর কমিশনারেটের ও বিধাননগর পুলিশ। তদন্তে নেমে একাধিক জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকেই দাবি করা হচ্ছে, খুন করা হয়ে থাকতে পারে আওয়ামি লীগের নেতা আনোয়ারুল আজিমকে।
খুনের উদ্দেশ্যেই পরিকল্পনা করে বাংলাদেশে আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমকে কলকাতায় আনানো হয়েছিল, এমনটাই মনে করছে পুলিশ। একই সঙ্গে জানা গিয়েছে, আমানুল্লাহ নামে আমেরিকার নাগরিক এক্সসাইজের কর্মী সন্দীপ রায়ের থেকে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। তবে আমানুল্লাহর সঙ্গে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের কীভাবে যোগাযোগ হয়েছে, তা এখনও কিছু জানা যায় নি।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কলকাতার নিউ টাউনে একটি বহুতল ভবনে খুন করা হয়েছে বাংলাদেশে ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সাংসদকে। সকাল থেকে কলকাতার নিউ টাউনে বহুতল ভবনে তল্লাশি শুরু করেন গোয়েন্দারা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম যখন কলকাতায় আসেন, তখন পুলিশের কাছে কোনও খবর ছিল না। যখন পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না সেই সময় গোপাল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর গোপাল বিশ্বাস ব্যারাকপুর পুলিশ কমিশনারের কাছে একটি নিখোঁজ ডায়েরি করেন।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কমিশনারের একটি তদন্তকারী দল গঠন করা হয়। ২০ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কেসটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করার একটি নির্দেশ আসে। তারপর তাদের কাছে একটি তথ্য আসে যে, বাংলাদেশের সাংসদকে খুন করা হয়ে থাকতে পারে। এরপরে পুলিশ এই ফ্ল্যাটটিকে শনাক্তকরণ করে। কারণ, এখানেই তাকে শেষবার দেখা গিয়েছিল। পরবর্তী বিষয়গুলো খতিয়ে দেখতে আরও তদন্ত চলছে। সিআইডি এই তদন্তের দায়িত্ব নিয়েছে।

জানা গিয়েছে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম নিয়মিত ভারতে চিকিৎসা করাতে আসতেন। নিয়মিত যাতায়াতের কারণে তিনি ভারতীয় একটি সিমকার্ডও ব্যবহার করেন। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস শনিবার থেকে সাংসদ আজিমের বিষয়ে খোঁজখবর শুরু করেছে। উপদূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন, গত রবিবার ওই সাংসদ দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে ঢোকেন। ওই দিনই তিনি বারানগরে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন।

১৪ মে, মঙ্গলবার তিনি বন্ধুর বাড়ি থেকে দরকার আছে বলে কোথাও যান। শনিবার পর্যন্ত আজিম না ফেরায় গোপাল বিশ্বাস ব্যারাকপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের তরফেও তাঁকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন সুইচ অফ পাওয়া যায়। এর পরই সাংসদের খোঁজে তৎপর হয়ে ওঠে ভারত ও বাংলাদেশ প্রশাসন।

পুলিশকে গোপাল বিশ্বাস জানিয়েছেন, সেই থেকে তিনি, সাংসদের দু’টি ফোনই বন্ধ পেয়েছেন। সঙ্গের মালপত্র তাঁর বাড়িতে রেখে কার্যত খালি হাতেই বাংলাদেশের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতা আনোয়ারুল আজিম বেরিয়ে গিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, খুনই হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আনওয়ারুল। ভারতীয় পুলিশকে উদ্ধৃত করে এই দাবি তিনি করেছেন।
পাশাপাশি আরও একটি তথ্য বলছে, কলকাতায় এসে নিউ টাউনের একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। সেখানে এক মহিলা সঙ্গী-সহ তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন। এই পরিস্থিতিতে তিনি যদি খুন হয়ে থাকেন, তাহলে কে বা কারা খুন করল, কেনই বা খুন করল, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। ইতোমধ্যে নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ আধিকারিকরা তদন্তে নেমেছে। খতিয়ে দেখা হচ্ছে আবাসনে সিসিটিভি ফুটেজ।

জানা গিয়েছে, বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দফতরে বাবার নিখোঁজের অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে, আওয়ামী লীগের সাংসদের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ জানিয়েছেন, ১২ তারিখ আজিম কলকাতায় পৌঁছনোর পরে ১৪ তারিখ পর্যন্ত তিনি হোয়াটসঅ্যাপ ফোনে মেয়ে এবং পরিবারের অন্যদের সঙ্গে কথা বলেছেন। ১৪ তারিখ থেকে আর কোনও সাড়া নেই।

রউফ জানিয়েছেন, ১৬ মে আনোয়ারুল আজিমের নম্বর থেকে তাঁর ফোনে এক বার রিং হয়। তবে তিনি ধরার আগেই কলটি কেটে যায়। রউফ পাল্টা ফোন করে সাংসদ আনোয়ারুল আজিমের ফোন বন্ধ পান।

উল্লেখ্য, খুলনা বিভাগের ঝিনাইদহ-৪ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কালীগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ারুল আজিম।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share

Published

Updated

By Partha Mukhopadhyay
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand