ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ অর্জনে বাংলাদেশী সকল কৃষক, অভিবাসী শ্রমিক, তৈরী পোশাক শ্রমিক সহ সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই আয়োজন।
উম্মে কুলসুম শাপলার সঞ্চালনায় এ অনুষ্ঠানে বাংলা স্কুলের কারিকুলাম সেক্রেটারি জাবীন ইউসুফ নূর স্কুলের এলএমএস কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় খাবার পরিবেশন করা হয় এবং জুনিয়র শিক্ষার্থীরা বাংলা ভাষায় বিভিন্ন গল্প শোনায়।
সিনিয়র শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প তুলে ধরে। আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে এই সুদূর প্রবাসে বেড়ে ওঠা পরবর্তী প্রজন্মকে বাংলার শেকড়, ঐতিহ্যকে বুকে লালন করে বেড়ে উঠতে দেখে ভীষন আনন্দিত এবং গর্বিত হন তাদের বাবা-মায়েরা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ড. লুৎফর রহমান, মোর্শেদ কামাল, পলাশ বসাক এবং মাস্টারশেফ ফাইনালিস্ট ২০২১ কিশওয়ার চৌধুরী।

মিজ কিশওয়ার চৌধুরী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন যে, তার পরিবার এবং ঐতিহ্যই তার অনুপ্রেরণা।
বাংলা স্কুলের প্রেসিডেন্ট ড. সামসুজজোহা তার বক্তব্যে সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, পিতামাতা, আয়োজক কমিটিকে বাংলা শিক্ষা কার্যক্রমে তাদের উদ্যোগকে সাধুবাদ জানান। শিশুদের বাংলাদেশের ও অস্ট্রেলিয়ান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে










