- রেডক্রস অস্থায়ী ভিসায় থাকা বৃহত্তর সিডনির বাসিন্দাদের জন্য অনুদান দিচ্ছে
- ভিক্টোরিয়ায় দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন স্কিম চালু করেছে
- ক্যানবেরার প্রতিবন্ধীদের জন্য আরো টিকা এবং পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট দেয়া হচ্ছে
- দক্ষিণ অস্ট্রেলিয়া এবং কুইন্সল্যান্ডে নতুন সনাক্ত সংখ্যা শূন্য
নিউ সাউথ ওয়েলস সরকারের প্রেস কনফারেন্স দোভাষীর মাধ্যমে বাংলায় শুনুন ও দেখুন, প্রতিদিন, সরাসরি, অনডিমান্ড-এ এবং এসবিএস বাংলার ফেসবুকে।
নিউ সাউথ ওয়েলস
এনএসডব্লু স্থানীয় ১২২০ জন নতুন রোগী এবং আটজনের মৃত্যু রেকর্ড করেছে।
সেন্ট ভিনসেন্ট হাসপাতালের আদিবাসী স্বাস্থ্য পরিচালক আন্টি পলিন ডিউয়ার্ড আদিবাসী সম্প্রদায়কে যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার আহ্বান জানান কারণ কর্তৃপক্ষ সেপ্টেম্বরে সাত দিনের গড়ে প্রতিদিন প্রায় ১৫০০টি নতুন কেস সনাক্তের আশংকা করছে।
অস্ট্রেলিয়ান রেডক্রস এক্সট্রিম হার্ডশিপ সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে অস্থায়ী ভিসায় থাকা বা ভিসা ছাড়া আছেন এমন ব্যক্তিরা যারা বৃহত্তর সিডনির লকডাউনে ক্ষতিগ্রস্ত তাদের ৪০০ ডলার করে এককালীন অর্থ প্রদান করবে।
কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য বুক করুন আজই এবং আপনার কোভিড -১৯ টিকা নেয়ার প্রমাণ কিভাবে পাবেন সেটি দেখুন।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া স্থানীয় ২৪৬ জন নতুন রোগী সনাক্তের আরেকটি দিন রেকর্ড করেছে, এ নিয়ে সক্রিয় রোগী এখন ১৭৮৬ জন।
আজ থেকে, ১০ দিনের অগ্রাধিকার ভিত্তিতে টিকা স্কিমের অংশ হিসাবে, কর্তৃপক্ষ আশা করছে যে সমস্ত দ্বাদশ বর্ষের শিক্ষার্থীদের তাদের স্কুল ফাইনাল পরীক্ষার আগে কমপক্ষে একটি ডোজ টিকা দেওয়া হবে। ৬ সেপ্টেম্বর সোমবার থেকে দ্বাদশ বর্ষের শিক্ষার্থী, শিক্ষক, পরীক্ষার সুপারভাইজার এবং মূল্যায়নকারীদের জন্য ফাইজার বুকিং খোলা হয়েছে।
আপনার নিকটবর্তী টিকাদান কেন্দ্র খুঁজে পেতে এখানে ক্লিক করুন।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি
এসিটি স্থানীয়ভাবে ১৯ জন নতুন রোগী রেকর্ড করেছে, কমপক্ষে ছয়জন সংক্রমিত অবস্থায় কমিউনিটিতে ছিল।
ACT সরকার অ্যাক্সেস এবং সেন্সরি ক্লিনিককে ওয়েস্টন ক্রিক কমিউনিটি হেলথ সেন্টারে স্থানান্তরিত করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও ভাল ব্যবস্থা এবং আরো টিকা এবং পরীক্ষার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে।
আপনার নিকটবর্তী টিকাদান কেন্দ্র খুঁজে পেতে ক্লিক করুন।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
COVID-19 Vaccination Glossary
Appointment Reminder Tool
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
Follow SBS Bangla on FACEBOOK.
আরও দেখুন:
