কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে সংক্রমণ-সংখ্যা কমছে না, মেলবোর্নে কার্ফিউ জারি ও লকডাউন বর্ধিত

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির ১৬ আগস্ট, ২০২১ এর আপডেট এটি।

Bondi Beach in Sydney, Monday, August 16, 2021.

Sydney'de kurallara uymayan yüzlerce kişiye para cezası kesildi. Source: AAP Image/Bianca De Marchi

  • নিউ সাউথ ওয়েলসে দু’টি নতুন সাপোর্ট পেমেন্ট।
  • মেলবোর্নে লকডাউন দু’সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।
  • নর্দার্ন টেরিটোরির কোনো কোনো অংশে লকডাউন।
  • এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ১৯টি কেস সনাক্ত।

নিউ সাউথ ওয়েলস

নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত ৪৭৮টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং কোভিড-সংশ্লিষ্ট কারণে সাত জনের মৃত্যু। এদের মধ্যে পাঁচ জনের টিকা লাগানো ছিল না।

১৭ বছর বা তার চেয়ে বেশি বয়সী কর্মীদের মধ্যে যাদের কোভিড-১৯ উপসর্গ দেখা দিয়েছে এবং যারা ‘এরিয়া অফ কনসার্ন’ এলাকাগুলোতে বাস করেন, তাদের জন্য ৩২০ ডলারের একটি ‘টেস্ট অ্যান্ড আইসোলেট পেমেন্ট’ রাখা হয়েছে।

আর, রেড ক্রসের মাধ্যমে একটি নতুন ৪০০ ডলারের হার্ডশিপ পেমেন্ট পাওয়া যাচ্ছে। অস্থায়ী ভিসাধারী এবং অন্যান্য ইনকাম সাপোর্টের জন্য যারা উপযুক্ততা লাভ করেন না, তাদের জন্য এই পেমেন্ট।

সিডনির ১২টি ভয়ানক-ক্ষতিগ্রস্ত লোকাল গভার্নমেন্ট এরিয়ায় এ সপ্তাহে অতিরিক্ত ৫৩০,০০০ ফাইজার ডোজ পাওয়া যাবে। ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিরা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখানে

ভিক্টোরিয়া

ভিক্টোরিয়ায় স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ২২টি কেস সনাক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে পাঁচটি কেস কোনো জ্ঞাত প্রাদূর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়। আর, সংক্রমিত অবস্থায় আটটি কেস কমিউনিটিতে ছিলেন।

মেলবোর্নে লকডাউন আগামী ২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ১১:৫৯ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আজ রাত ৯টা থেকে সেখানে কার্ফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে এবং আরও কিছু নিয়ম-কানুন জারি করা হয়েছে।

ভ্যাকসিনেশন সেন্টারগুলোর তালিকা দেখুন এখানে

অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়

গ্রেটার ডারউইন এবং ক্যাথেরিন রিজিওনে স্থানীয় সময় দুপুর ১২ টা থেকে ৭২ ঘণ্টার জন্য লকডাউন জারি। স্থানীয়ভাবে সংক্রমিত একটি কেস সনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত।

এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত ১৯টি নতুন কেস সনাক্ত করা হয়েছে। সেখানে লকডাউন আরও দু’সপ্তাহের জন্য বর্ধিত করা হয়েছে।

কুইন্সল্যান্ডে কোনো কেস সনাক্ত করা হয় নি।
alc covid mental health
Source: ALC

কোভিড-১৯ মিথ (অতিকথা)

স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)

বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।

কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট

কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:

আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।

আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: www.sbs.com.au/coronavirus

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: COVID-19 vaccine in your language.


নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

ACT 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

NSW 
ACT 

Follow SBS Bangla on FACEBOOK.

Share

Published

By SBS/ALC Content
Presented by Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
কোভিড-১৯ আপডেট: নিউ সাউথ ওয়েলসে সংক্রমণ-সংখ্যা কমছে না, মেলবোর্নে কার্ফিউ জারি ও লকডাউন বর্ধিত | SBS Bangla