সম্প্রতি দশক সেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে এই একাদশটি বাছাই করেছে তারা।
ক্রিসমাসের আগে ২৪ ডিসেম্বর, মঙ্গলবার প্রকাশিত এই একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে স্থান পেয়েছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবকে দলে রাখার বিষয়ে সিএ জানায়,
“ধারাবাহিক পারফরম্যান্সই দশকসেরা একাদশে সুযোগ করে দিয়েছে সাকিবকে। এই দশকে ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আবার এ বছর জুয়াড়ির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নিষিদ্ধও হয়েছেন। এই একাদশের অন্য ব্যাটসম্যানদের মতো মারমুখী নন সাকিব, তবে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন তিনি। বাঁহাতি স্পিনে খুবই কার্যকর সাকিব। বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেনও এই অলরাউন্ডার।”
এর আগে ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের তালিকাতেও স্থান পেয়েছিলেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করে আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ার কারণে তিনি বর্তমানে সব ধরনের ক্রিকেট থেকে বাইরে আছেন।

Sakib Al Hasan. Source: AAP
সিএ-এর দশকসেরা ওয়ানডে একাদশের অধিনায়ক করা হয়েছে ভারতের সাবেক দলনেতা মহেন্দ্র সিং ধোনিকে। তার নেতৃত্বেই ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলে ভারত। দশকসেরা এই একাদশে উইকেট রক্ষক হিসেবে স্থান পেয়েছেন তিনি। মূলত তার কারণে সুযোগ না পেলেও বিবেচনায় আছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।
সিএ জানায়,

MS Dhoni fields during the 2019 Cricket World Cup match between South Africa and India at the Rose Bowl in Southampton, southern England, on June 5, 2019. Source: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
“উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে মিডল অর্ডারে তার (মুশফিকের) মূল্যের স্বীকৃতি দিতেই হবে। ব্যাট হাতে তার গড় ৪০-এর ওপরে।”
ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বর্তমান চ্যাম্পিওন ইংল্যান্ডের মাত্র একজন, জস বাটলার স্থান পেয়েছেন। একাদশে সর্বোচ্চ তিন জন আছেন ভারতের। ওপেনার হিসেবে থাকছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। ওয়ান ডাউনে থাকছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। চার নম্বরে ব্যাট হাতে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। পাঁচ নম্বরে আছেন সাকিব আল হাসান। ছয় ও সাত নম্বরে যথাক্রমে ইংল্যান্ডের জস বাটলার ও ধোনি। আর বোলিং আক্রমণে স্পিনার হিসেবে সাকিবের সাথে থাকছেন আফগানিস্তানের রশিদ খান। পেস বোলার হিসেবে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও শ্রী লঙ্কার লাসিথ মালিঙ্গা।

Bangladeshes' Mushfiqur Rahim. Source: AP
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা ওয়ানডে একাদশ:
রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রশিদ খান, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গা।
একাদশের প্রতিটি পজিশনের জন্য একজন করে ক্রিকেটারের নাম সম্মানসূচকভাবে উল্লেখ করা হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্য এই তালিকা তৈরি করেছেন সাংবাদিক মার্টিন স্মিথ।
এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার দশক সেরা টেস্ট একাদশে একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন বিরাট কোহলি। দলটির অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তাকে।

Captain Virat Kohli of India poses with ICC Cricket World Cup trophy during the Aust v India ODI Series Captains Trophy Session in Sydney. Source: Matt King/Getty Images
ক্রিকেট অস্ট্রেলিয়ার দশকসেরা টেস্ট একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), অ্যালাস্টেয়ার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), বেন স্টোকস, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, নেইথান লায়ন এবং জেমস অ্যান্ডার্সন।
Share




