মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলমের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ড. মোল্লা মোঃ রাশিদুল হক সবাইকে স্বাগত জানিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন।
অতঃপর ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নিহত এবং গত দুইমাসে নিহত সকলসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তথ্য ও গবেষণামূলক এই অনলাইন আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করা ছাড়াও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি, হত্যাকাণ্ডের বিচার এবং হত্যাকাণ্ড-পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বিভিন্ন দিকের উপর দৃষ্টিপাত করেন।
বক্তারা বিগত দুই মাসে বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারের পতনের কারণ এবং ভবিষ্যতে কীভাবে এত্থেকে উত্তরণ করা যায় এবং আওয়ামী লীগকে সংগঠিত করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

The Melbourne Awami League held a virtual discussion meeting on the 49th death anniversary of Sheikh Mujibur Rahman, 17 August, 2024. Credit: Molla Haque
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE

এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।
Share






