গুজরাতে নদীতে কেবল ব্রিজ ভেঙে কমপক্ষে ১৪০ জনের মৃত্যু

ভারতের গুজরাতে মোরবি জেলার মাচ্ছু নদীতে একটি গতকাল রবিবার কেবল ব্রিজ ভেঙে জলে পরে যাওয়ায় কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় কয়েক শো মানুষ ছিলেন ব্রিজটিতে। বেশ কিছু মানুষ নদীতে তলিয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

India Bridge

Rescuers work at night after a cable bridge across the Machchu river collapsed in Morbi district, western Gujarat state, India, Sunday, Oct.30, 2022. Dozens are dead and many are feared injured in the accident. (AP Photo/Rajesh Ambaliya) Source: AP / Rajesh Ambaliya/AP

মেরামতির চার দিনের মধ্যে রবিবার বিপত্তি হয় গুজরাটের মোরবি জেলার মাচ্ছু নদীর সেই ব্রিজটিতে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতের সংখ্যা অসংখ্য। গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর, মাচ্ছু নদীর চরে আটকে পড়েছেন অন্তত ১০০ জন। প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, বহু মানুষ নদীর জল সাঁতরে ডাঙায় ওঠার চেষ্টা করছেন।

এদিকে, দুর্ঘটনায় বহু শিশু ও নারীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অনেকেরই জলে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের। জোর কদমে উদ্ধার কাজ চালানোর পরেও এখনও ১০০ জন মানুষ ব্রিজটিতে আটকে রয়েছেন। জানা গিয়েছে, শুরুতে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

টুইটারে এই বিপর্যয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে ফোনে কথা হয়েছে। পুরোদমে উদ্ধারকাজ শুরু হয়েছে। সোমবার ঘটনাস্থলে পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনায় টুইট করে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, গুজরাতের মোরবিতে সেতু বিপর্যয়ের ঘটনায় গভীর ভাবে উদ্বিগ্ন। বহু মানুষের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ নিখোঁজ। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এদিকে, রবিবারই তিন দিনের গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই এই বিপর্যয়। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে গুজরাত সরকার।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, সেতুর উপরে যাঁরা ছিলেন, তাঁদের অধিকাংশই পর্যটক। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের পর পাঁচ দিন আগেই নতুন করে চালু করা হয়েছিল সেতুটিকে। ছ’দিনের মাথাতেই ঘটে গিয়েছে বিপর্যয়। দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৫০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয়।তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? তা নিয়ে প্রশ্ন উঠছে এখন। অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।

ঘটনার পরই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্য প্রশাসনকে উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। পরে প্রধীনমন্ত্রীর সচিবালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Share

3 min read

Published

Updated

By Partha Mukhopadhyay

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand