ইমরান এবং কনা দুজনেই বর্তমান সময়ের ব্যস্ত শিল্পী।
ওয়েস্টার্ন রকস মেলবোর্নের আমন্ত্রণে শিল্পীরা এসেছিলেন। মেলবোর্নের পশ্চিমের শহরতলী ওয়েরেবির এনকোর ইভেন্টস সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটিতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরাও অংশ নেন।
ওয়েস্টার্ন রকসের সৌজন্যে এসবিএস বাংলার পাঠকদের জন্য অনুষ্ঠানটির কিছু ছবি।




এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।





