গত ২৮শে মে, শনিবার বাংলাদেশ এসোসিয়েশন অফ ব্রিসবেন (ব্যাব) আয়োজিত বৈশাখী মেলা ১৪২৯-এর মূল আকর্ষণ ছিলেন তাহসান খান। এখানে একটি কনসার্টে অংশ নেন তিনি।
ব্রিসবেনের অনুষ্ঠান শেষে তাহসান মেলবোর্নে গত ৪ জুন, শনিবার যোগ দেন মেলবোর্নের ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্টের 'অলব্রাইট প্রেজেন্টস আ রোমান্টিক নাইট উইথ তাহসান খান’ শীর্ষক অনুষ্ঠানে।
তাহসানের পাশাপাশি সংগীত পরিবেশন করেন হালের উঠতি গায়ক এমডি শুভ এবং নৃত্য পরিবেশন করন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান।
আয়োজকদের পক্ষে ক্রিয়েটিভ এন্টারটেইনমেন্ট অস্ট্রেলিয়ার অন্যতম সংগঠক ফাইজুল ইসলাম বলেন, “কোভিড-১৯ লকডাউন ও বিধি মুক্ত উন্মুক্ত পরিবেশে মেলবোর্নের সংগীতানুরাগীদের দীর্ঘ দিনের জমে থাকা একটি পিপাসা আজ পরিপূর্ন ভাবে মিটল। তাহসান খানের বিপুল পরিমান ভক্ত মেলবোর্নে বসবাস করেন। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের মাতিয়ে তোলেন তাহসান।"
এরপর তিনি ৫ জুন, রোববার যোগ দেন ডারউইনের বাংলাদেশী মেলায় যেটি অনুষ্ঠিত হয় চার্লস ডারউইন ইউনিভার্সিটির ক্যাসুয়ারিনা ক্যাম্পাসে। এই মেলাটির যৌথ আয়োজনে ছিল চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীদের সংগঠন।
প্রাক্তন ছাত্র۔ছাত্রীদের সংগঠনের সভাপতি ইমরান আহমেদ সজিব এবং বর্তমান ছাত্র۔ছাত্রীদের সংগঠনের সভাপতি শায়ন সাহা এসবিএস বাংলাকে জানান, অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতোই মেলার প্রধান আকর্ষণ ছিল ছোটখাটো খাবার এবং পোশাকের দোকান।

āĻŦā§āϰāĻŋāϏāĻŦā§āύ⧠āĻā§ā§āĻāĻŋāϤ āĻŦā§āĻļāĻžāĻā§ āĻŽā§āϞāĻž ā§§ā§Ē⧍⧝-āĻāϰ āĻĻāϰā§āĻļāύāĻžāϰā§āĻĨā§āĻĻā§āϰ āϏāĻžāĻĨā§ āϤāĻžāĻšāϏāĻžāύ āĻāĻžāύāĨ¤ Source: Atm Selim

āĻŽā§āϞāĻŦā§āϰā§āύā§āϰ āĻā§āϰāĻŋā§ā§āĻāĻŋāĻ āĻāύā§āĻāĻžāϰāĻā§āĻāύāĻŽā§āύā§āĻā§āϰ 'āĻ
āϞāĻŦā§āϰāĻžāĻāĻ āĻĒā§āϰā§āĻā§āύā§āĻāϏ āĻ āϰā§āĻŽāĻžāύā§āĻāĻŋāĻ āύāĻžāĻāĻ āĻāĻāĻĨ āϤāĻžāĻšāϏāĻžāύ āĻāĻžāύâ āĻļā§āϰā§āώāĻ āĻ
āύā§āώā§āĻ āĻžāύ⧠āĻĻāϰā§āĻļāĻāĻĻā§āϰ āϏāĻžāĻĨā§ āĻļāĻŋāϞā§āĻĒā§āĨ¤ Source: āĻā§āϰāĻŋā§ā§āĻāĻŋāĻ āĻāύā§āĻāĻžāϰāĻā§āĻāύāĻŽā§āύā§āĻ āĻŽā§āϞāĻŦā§āϰā§āύ

'āĻ
āϞāĻŦā§āϰāĻžāĻāĻ āĻĒā§āϰā§āĻā§āύā§āĻāϏ āĻ āϰā§āĻŽāĻžāύā§āĻāĻŋāĻ āύāĻžāĻāĻ āĻāĻāĻĨ āϤāĻžāĻšāϏāĻžāύ āĻāĻžāύâ āĻļā§āϰā§āώāĻ āĻ
āύā§āώā§āĻ āĻžāύ⧠āĻĻāϰā§āĻļāĻāĻĻā§āϰ āϏāĻžāĻĨā§ āĻļāĻŋāϞā§āĻĒā§ Source: āĻā§āϰāĻŋā§ā§āĻāĻŋāĻ āĻāύā§āĻāĻžāϰāĻā§āĻāύāĻŽā§āύā§āĻ āĻŽā§āϞāĻŦā§āϰā§āύ

āĻŽā§āϞāĻŦā§āϰā§āύā§āϰ āĻā§āϰāĻŋā§ā§āĻāĻŋāĻ āĻāύā§āĻāĻžāϰāĻā§āĻāύāĻŽā§āύā§āĻā§āϰ āĻā§ā§āĻāĻāĻĻā§āϰ āĻāĻžāĻ āĻĨā§āĻā§ āϏāĻŽā§āĻŽāĻžāύāύāĻž āύāĻŋāĻā§āĻā§āύ āĻļāĻŋāϞā§āĻĒā§ āϤāĻžāĻšāϏāĻžāύ āĻāĻžāύāĨ¤ Source: āĻā§āϰāĻŋā§ā§āĻāĻŋāĻ āĻāύā§āĻāĻžāϰāĻā§āĻāύāĻŽā§āύā§āĻ āĻŽā§āϞāĻŦā§āϰā§āύ

āĻĄāĻžāϰāĻāĻāύ⧠āĻĻāϰā§āĻļāĻāĻĻā§āϰ āĻŽāĻžāĻā§ āϤāĻžāϰāĻāĻž āϤāĻžāĻšāϏāĻžāύ Source: āĻāĻŽāϰāĻžāύ āĻāĻšāĻŽā§āĻĻ āϏāĻāĻŋāĻŦ
"কিন্তু এবার ছিল একটু বেশি ভিন্ন আকর্ষণ। স্থানীয় সংগীতশিল্পী এবং নৃত্যশিল্পীদের সাথে সাথে এবার আমাদের বাংলাদেশের স্বনামধন্য সংগীতশিল্পী এবং অভিনেতা তাহসান খান, ডারউইনের বাংলাদেশীদের তার গানের মাধ্যমে মাতিয়ে রেখেছিলেন।"
"ডারউইনের স্থানীয় বাংলাদেশী কমিউনিটি পুরো অনুষ্ঠানটি দারুন উপভোগ করেছে।"

āĻĄāĻžāϰāĻāĻāύ⧠āĻŦāĻžāĻāϞāĻžāĻĻā§āĻļāĻŋ āĻāĻŽāĻŋāĻāύāĻŋāĻāĻŋāϰ āĻŽā§āϞāĻžāϰ āĻā§ā§āĻāĻāĻĻā§āϰ āĻāĻāĻžāĻāĻļ Source: āĻāĻŽāϰāĻžāύ āĻāĻšāĻŽā§āĻĻ āϏāĻāĻŋāĻŦ
মি. সজীব আরো বলেন, এই মেলার প্রধান অতিথি ছিলেন চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্কট বোমান। তিনি পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
এই অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়, নর্দান টেরিটরি স্টেট গভর্নমেন্ট, ইউর ডেন্টিস্ট ক্লিনিক, বেস্ট ডিল রিমুভালিস্ট, গ্রীন ট্রাক রিমুভালিস্ট, বাংলাদেশী ডাক্তার সংগঠন এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটি।
সম্প্রতি অস্ট্রেলিয়ার দীর্ঘ লকডাউনের পর প্রবাসী বাংলাদেশী সংগঠনগুলোর আমন্ত্রণে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা অস্ট্রেলিয়া সফরে আসতে শুরু করেছেন।

āĻĄāĻžāϰāĻāĻāύā§āϰ āĻŦāĻžāĻāϞāĻžāĻĻā§āĻļāĻŋ āĻā§āϏāĻŦ ⧍ā§Ļ⧍⧍-āĻ āϏāĻā§āĻā§āϤ āĻĒāϰāĻŋāĻŦā§āĻļāύ āĻāϰāĻā§āύ āĻļāĻŋāϞā§āĻĒā§ āϤāĻžāĻšāϏāĻžāύ āĻāĻžāύ Source: āĻāĻŽāϰāĻžāύ āĻāĻšāĻŽā§āĻĻ āϏāĻāĻŋāĻŦ

āĻŦā§āϰāĻŋāϏāĻŦā§āύā§āϰ āĻŽāĻā§āĻā§ āĻŦāϰā§āĻŖāĻŋāϞ āĻāϞā§āϤ⧠āĻĻāϰā§āĻļāĻāĻĻā§āϰ āϏāĻžāĻĨā§ āĻļāĻŋāϞā§āĻĒā§ āϤāĻžāĻšāϏāĻžāύ āĻāĻžāύāĨ¤ Source: Urmee Chowdhury
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
আরও দেখুন: