ডিজে মুনাসিব একজন ভিজুয়াল আর্টিস্ট। সিডনির একটি মিউজিক রেকর্ড লেবেল ট্যুরিং কোম্পানীতে ডিজিটাল অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করছেন তিনি।
তবে তাঁর আরেকটি পরিচয় তিনি একজন ডিজে (DJ) বা ডিস্ক জকি। বিভিন্ন লাইভ অনুষ্ঠানে তিনি ডিজে হিসেবে পারফর্ম করেন।

সেই সাথে তিনি মাসে একবার ‘নোমাড রেডিও’-তে একটি শো পরিচালনা করছেন যার নাম পেয়ারড (Paired)।
অস্ট্রেলীয় সঙ্গীত জগতের বিভিন্ন শিল্পীদের তিনি সেখানে অতিথি হিসেবে নিয়ে আসেন, নতুন দিনের মিউজিক ও মিউজিশিয়ানদের পরিচয় করিয়ে দেন শ্রোতাদের সঙ্গে।
সাউন্ডক্লাউডে গিয়ে তাঁর গান শুনলে বোঝা যায়, নিজের জন্যে মিউজিক সৃষ্টি করতে গিয়ে মুনাসিব প্রাধান্য দেন বৈচিত্র্যকে।
তাঁর সেটেও হিপ হপ, র্যাপ বা ট্র্যাপ মিউজিকের আলোর ঝলকানির পরপরই হয়ত শোনা যায় সাউথ-ইস্ট এশিয়ার কোনও গানের সুর।
সঙ্গীতশিল্পী বাবা-মায়ের কাছ থেকেই গান নিয়ে অনুপ্রেরণা পেয়েছেন অল্প বয়সে। হারমোনিয়াম বাজিয়ে গান করতেন, গিয়েছেন স্থানীয় গানের স্কুলেও।

ইংরেজি গান নিয়ে কাজ করলেও এখনও নিয়মিত বাংলা গান শোনেন মুনাসিব। সেই সব গান থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের সৃষ্টিতে কাজে লাগান তিনি।
আগামী শনিবার ৪ জুন, সিডনি অপেরা হাউজের একটি লাইভ শো-তে পারফর্ম করবেন মুনাসিব।
গান নিয়ে আরও অনেকদূর যাবার ইচ্ছা তাঁর।
এসবিএস বাংলার সঙ্গে তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও-প্লেয়ার বাটনে।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: আমাদের ওয়েবসাইট।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









