হোবার্ট বাংলাদেশ কমুনিটি ইনকর্পোরেসন এবং বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইউনিভার্সিটি অব টাসমানিয়ার কার্যকরি সদস্যবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। এ দুটি প্রতিষ্ঠান প্রতিবারের মত আগামিতেও এক সাথে বাংলা ভাষাভাষী সকলের স্বার্থে এক সাথে কাজ করার অংগীকার ব্যাক্ত করেন।
এছাড়া ২৪ ফেব্রুয়ারী সাপ্তাহিক ছুটির দিন শনিবার সন্ধ্যায় ভাষা দিবস স্মরণে আয়োজিত হয় সাংস্কৃতিক সন্ধ্যার। দলীয় ভাবে আমার ভাইয়ের রক্তে রাংগানো গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগীত, নৃত্য, নাটিকায় বড়দের পাশাপাশি শিশু শিল্পীদের গান ও আবৃত্তিতে মুখরিত হয়ে উঠে কিংস্টন সিনিয়র সিটিজেন হল।

হোবার্টে নির্মিত অস্থায়ী শহীদ মিনার। Source: Supplied / Sakib Abdullah
এবারে ভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশ কমুনিটির বাইরেও বহু ভাষাভাষী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়েছিলেন। টাসমানিয়ান নাইজেরিয়ান এসোসিয়েশন ও রয়েল বেঙ্গল ক্লাব টাসমানিয়ার প্রতিনিধিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে বাংলাদেশ কমুনিটির বর্তমান সভাপতি আবু চৌধুরী ও প্রাক্তন সভাপতি নূর রহমান তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় পড়তে আসা উল্লেখযোগ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক কর্মসূচীর আয়োজন করে টাসমানিয়ার বাংলাভাষীরা। Source: Supplied / Sakib Abdullah
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
Share




