টাসমানিয়ার হোবার্টে বাংলাদেশি কমুউনিটির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

গত ২১শে ফেব্রুয়ারী বুধবার হোবার্টে বসবাসরত বাংলাদেশীরা সাইমন পার্কে একত্রিত হয়ে অস্থায়ী শহীদ মিনারে ফুলে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেন।

Cover Photo.jpeg

A cultural evening was organized by Bangladeshi community on the 24th February in the honor of IMLD. Source: Supplied / Sakib Abdullah

হোবার্ট বাংলাদেশ কমুনিটি ইনকর্পোরেসন এবং বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন ইউনিভার্সিটি অব টাসমানিয়ার কার্যকরি সদস্যবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। এ দুটি প্রতিষ্ঠান প্রতিবারের মত আগামিতেও এক সাথে বাংলা ভাষাভাষী সকলের স্বার্থে এক সাথে কাজ করার অংগীকার ব্যাক্ত করেন।

এছাড়া ২৪ ফেব্রুয়ারী সাপ্তাহিক ছুটির দিন শনিবার সন্ধ্যায় ভাষা দিবস স্মরণে আয়োজিত হয় সাংস্কৃতিক সন্ধ্যার। দলীয় ভাবে আমার ভাইয়ের রক্তে রাংগানো গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগীত, নৃত্য, নাটিকায় বড়দের পাশাপাশি শিশু শিল্পীদের গান ও আবৃত্তিতে মুখরিত হয়ে উঠে কিংস্টন সিনিয়র সিটিজেন হল।
Shahid minar at Hobart
হোবার্টে নির্মিত অস্থায়ী শহীদ মিনার। Source: Supplied / Sakib Abdullah
হোবার্ট বাংলাদেশ কমুনিটি তার যাত্রা লগ্ন থেকেই বাংলাদেশের জাতীয় ও সাংস্কৃতিক গুরত্বপূর্ণ দিবসগুলো পালন করে আসছে।

এবারে ভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় বাংলাদেশ কমুনিটির বাইরেও বহু ভাষাভাষী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ আমন্ত্রিত হয়েছিলেন। টাসমানিয়ান নাইজেরিয়ান এসোসিয়েশন ও রয়েল বেঙ্গল ক্লাব টাসমানিয়ার প্রতিনিধিবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে বাংলাদেশ কমুনিটির বর্তমান সভাপতি আবু চৌধুরী ও প্রাক্তন সভাপতি নূর রহমান তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রথমবারের মত অস্ট্রেলিয়ায় পড়তে আসা উল্লেখযোগ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
Tasmania IMLD.jpeg
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এক কর্মসূচীর আয়োজন করে টাসমানিয়ার বাংলাভাষীরা। Source: Supplied / Sakib Abdullah
কমুনিটির সভাপতি এ সময় তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ কমুনিটির পরিকল্পনা ও কার্যক্রম সংক্ষেপে তুলে ধরেন। এবং এ ধরনের কার্যক্রম কিভাবে তাদের নতুন পরিবেশে খাপ খাওয়াতে ও তাদের পড়াশোনা ও খন্ডকালীন চাকরির ক্ষেত্রে সহায়ক হবে তা সংক্ষেপে ব্যাখ্যা করেন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio


Share

2 min read

Published

Updated

Presented by Shahan Alam

Source: SBS


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand