Latest

ভোটের আগে গুরুতর আহত মমতা

লোকসভা ভোটের আগে গুরুতর আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

India: Mamata Banerjee visits the family of businessman Bhavo Lakhani

Kolkata, March 13 (ANI): West Bengal Chief Minister Mamata Banerjee and the Police Commissioner visit the family of businessman Bhavo Lakhani, who was killed after his business partner allegedly hit him on the head with a cricket wicket during a heated argument, in Kolkata on Wednesday. (ANI Photo via Hindustan Times/Sipa USA) Source: AAP / Hindustan Times/Sipa USA

বৃহস্পতিবার সন্ধেবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন, সূত্রের খবর। কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাক ও গালের দিকে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে।

জানানো হয়েছে, তৃণমূলের সোশাল মিডিয়া পেজে। অনুরাগীরা তাঁর সুস্থতা কামনায় ভিড় করেছেন হাসপাতালে। তৃণমূলের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

হাসপাতালে সিটি স্ক্যান এবং এম আর আই করার পর চিকিৎসকরা জানিয়েছেন,মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। সম্ভবত,কোন কাঠ বা পাথরের ওপর মাথার ওপরের অংশ বা কপাল পড়ায় ওই ক্ষতের সৃষ্টি হয়। তাঁকে এসএসকেএম হাসপাতালের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে।
এর আগে সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন ক্লাবে দলের প্রয়াত নেতা এবং কলকাতার প্রাক্তন মেয়র সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী। সেখানে তাঁর দলের সিনিয়র নেতা সুব্রতবাবুর মূর্তি তাঁর পছন্দ হয় নি বলে জানিয়েও দেন। সেখান থেকেই তিনি কালীঘাটে ৩০ বি হরিশ চ্যাটার্জী স্ট্রিট এর বাড়িতে ফিরে আসেন।

পরিবার সূত্রে খবর, অনুষ্ঠান থেকে ফিরে কাপড় বদলের পর হঠাৎ পরে যান মুখ্যমন্ত্রী। মনে করা হচ্ছে, ঘরে থাকা কাঠের আসবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল ঠুকে যাওয়াতেই দুর্ঘটনা। কিন্তু এখনো এই ব্যাপারে পরিবারের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয় নি।

এদিকে, তৃণমূল কংগ্রেস সূত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই কোনওভাবে পড়ে যান তিনি। সামনের দিকে ঝুঁকে পড়ে যাওয়ায় কপালে চোট পান। ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে তাঁকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা দেখেই কপালে সেলাই করতে হবে বলে জানিয়েছেন। ক্ষত বেশ গভীর বলেই জানা গিয়েছে।

খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। কী করে এই ঘটনা ঘটল, তা এখনই স্পষ্ট নয়। তবে হাঁটার সময় মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে গিয়েছেন বলেই মনে করা হচ্ছে।

রাত পর্যন্ত খবর মুখ্যমন্ত্রীর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। বলা হচ্ছে, বাড়িতে সামনের ঘর থেকে ভিতরের ঘরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। রক্তপাত বন্ধ হয়েছে। হেমারেজ হয় নি বলে মনে হচ্ছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
Bangla_New time_screenshot.png
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।

Share

Published

By Partha Mukhopadhyay
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand