গত ১১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে নিউ সাউথ ওয়েলসের ক্যাম্বেলটাউন ক্যাথলিক ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেন নিউ সাউথ ওয়েলস স্টেট পার্লামেন্ট এমপি গ্রেগ ওয়ারেন। এই সম্মাননা অনুষ্ঠানে দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থার সিইও জিমা রীগেট-সহ এমপি, মেয়র ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
READ MORE

ভলান্টিয়ার ফায়ারফাইটার কীভাবে হবেন?
ভলান্টিয়ার অব দ্য ইয়ার অস্ট্রেলিয়ার কমিউনিটিতে ইতিবাচক কাজে এক সম্মানজনক পুরস্কার। বছরজুড়ে সমাজের কল্যাণে বিভিন্ন খাতে অবদান রাখার জন্য প্রতিবছরই বিভিন্ন সম্মাননা দিয়ে থাকে দ্য সেন্টার ফর ভলান্টিয়ারিং সংস্থাটি। সম্মাননাগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা তরুণ স্বেচ্ছাসেবক, বর্ষসেরা স্বেচ্ছাসেবক দল, বর্ষসেরা স্বেচ্ছাসেবক ইত্যাদি। এবারের কমিউনিটি নিউজ মিডিয়ায় বর্ষসেরা স্বেচ্ছাসেবক সম্মাননা পেলেন বাংলাদেশি নাইম আবদুল্লাহ।
এসবিএস বাংলাকে নাইম আবদুল্লাহ বলেন, “মূলধারার প্লাটফর্ম থেকে এই সম্মাননা আমাদের প্রবাসী বাংলাদেশীদের জন্য অত্যন্ত গর্বের।”
“আমি গত ১৩ বছর ধরে সিডনি-সহ অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীদের নানা সাফল্য ও গৌরব গাঁথা ডিজিটাল প্লাটফর্মে বহিঃবিশ্বের কাছে তুলে ধরছি। পাশাপাশি প্রবাসে জাতীয় দিবস-সহ দেশীয় সংস্কৃতি ভবিষ্যত প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছি।”
তিনি আরও বলেন, “আগামী দিনগুলোতে এই পথ চলা অব্যাহত থাকবে।”
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।






