গুরুত্বপূর্ণ দিকগুলো
- অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট বা টেরিটরির এমার্জেন্সি সার্ভিস আছে
- ভিক্টোরিয়া স্টেট এমার্জেন্সি সার্ভিস-এর স্বেচ্ছাসেবক হতে আবেদনকারীরা প্রথমে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন যাতে তাদের ভূমিকা কী সে বিষয়টি তারা বুঝতে পারে
- অস্ট্রেলীয় নাগরিক নন এমন অস্থায়ী ভিসাধারীরাও তাদের ভিসার ধরন অনুযায়ী এসইএস স্বেচ্ছাসেবক হতে পারে
দ্য স্টেট এমার্জেন্সি সার্ভিস (এসইএস) হল একটি সাধারণ নাম যার অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি সংস্থা। এটি বড় ধরণের প্রাকৃতিক দুর্যোগের সময় এবং পরে উদ্ধার কাজে সহায়তা করে।
এই সার্ভিসটি বিশেষ করে বন্যা, ঝড় এবং সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে এবং অন্যান্য জরুরী পরিস্থিতিতেও সহায়তা করতে পারে। যেমন উঁচু জায়গা থেকে উদ্ধার এবং সড়ক দুর্ঘটনা থেকে, নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান এবং চিকিৎসার জন্য স্থানান্তর।
অস্ট্রেলিয়ার প্রতিটি স্টেট বা টেরিটরির এমার্জেন্সি সার্ভিস আছে।
প্রিসিলা গ্রিম ভিক্টোরিয়া স্টেট এমার্জেন্সি সার্ভিস (VICSES)-এর ভলান্টিয়ার সাপোর্ট ওয়ার্কার।
তিনি বলেন, ভিক্টোরিয়া স্টেট এমার্জেন্সি সার্ভিস (VICSES) কমিউনিটিকে দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে সাহায্য করে এবং দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

অন্যান্য পরিস্থিতিতে স্টেট এমার্জেন্সি সার্ভিস (SES) অন্যান্য এজেন্সি, বিশেষ করে পুলিশ এবং ফায়ার সার্ভিসকে সহায়তা করতে পারে, বলছিলেন ফ্রাঙ্কস্টন এসইএস-এর ডেপুটি কন্ট্রোলার মিজ গ্রিম।
নিউ সাউথ ওয়েলস এসইএস (NSW SES)-এর ম্যানেজার ভলান্টিয়ার স্ট্র্যাটেজি অ্যান্ড্রু ম্যাককুলা বলেন যে স্বেচ্ছাসেবকরা হল স্টেটের এমার্জেন্সি সার্ভিসের প্রাণ।
স্বেচ্ছাসেবকরা জরুরী ব্যবস্থাপনার পুরো জায়গা জুড়ে ব্যাপক কাজ করে।
মিজ গ্রিম বলছেন তাদের অপারেশনাল এবং নন-অপারেশনাল সদস্য রয়েছে।
তবে ভিক্টোরিয়া স্টেট এমার্জেন্সি সার্ভিস (VICSES)-এর স্বেচ্ছাসেবক হওয়ার জন্য সমস্ত আবেদনকারীরা প্রথমে একটি নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন যাতে তাদের ভূমিকা কী সেবিষয়টি তারা বুঝতে পারে। তাদের প্রশিক্ষণ এবং স্বেচ্ছাসেবক দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সময় দেয়ার প্রতিশ্রুতি পূরণ করতে হয়।
মিজ গ্রিম বলছেন, স্বেচ্ছাসেবকরা এসইএস-এ যোগ দেয়ার পর প্রশিক্ষণ পান। তব এটি গুরুত্বপূর্ণ যে তারা সমস্যা সমাধানের জন্য একটি দলের অংশ হিসাবে কাজ করতে পারে।

নিউ সাউথ ওয়েলস এসইএস (NSW SES)-এর মতে, অস্ট্রেলীয় নাগরিক নন এমন অস্থায়ী ভিসাধারীরা তাদের ভিসার ধরন অনুযায়ী এসইএস স্বেচ্ছাসেবক হতে পারে।
সাধারণভাবে যদি কারো ভিসায় কাজের অনুমতি থাকে, তাহলে তারা স্বেচ্ছাসেবকও হতে পারবে। ভিসাধারীরা তাদের ভিসার বিশদ বিবরণ এবং শর্তাবলী অনলাইনে হোম অ্যাফেয়ার্স-এর ভেভো (VEVO) ওয়েবসাইটে দেখতে পারেন।
স্বেচ্ছাসেবকরা ১৬ এবং ১৭ বছর বয়সে নিউ সাউথ ওয়েলস এসইএস (NSW SES)-এ যোগ দিতে পারে। তবে যোগদানের সময় অবশ্যই তাদের পিতামাতা বা অভিভাবকের সম্মতি লাগবে।
তবে ১৮ বছরের কম বয়সী স্বেচ্ছাসেবকরা ট্রমা হতে পারে এমন ঘটনাগুলিতে যোগ দিতে পারে না, যেমন রোড ক্র্যাশ রেসকিউ।
কুইন্সল্যান্ড এসইএস-এ "উৎসাহী, দুঃসাহসিক, এবং কমিউনিটিতে অবদান রাখতে ইচ্ছুক" ১৮ বছরের বেশি বয়সী আবেদনকারীদের অবশ্যই ক্রিমিনাল হিস্ট্রি চেকের শর্ত পূরণ করতে হবে।
মিঃ ম্যাককুলা বলেন, যারা যোগ দিতে চান তাদের স্টেট এবং টেরিটোরির এসইএস (SES) ওয়েবসাইট থেকে সুনির্দিষ্ট বিবরণ এবং তথ্য পেতে পারেন।

মিঃ ম্যাককুলা বলেন যে তিনি যখন প্রায় ১১ বছর আগে স্বেচ্ছাসেবক হিসেবে এসইএস (SES)-এ যোগ দিয়েছিলেন, তখন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং তখন এসইএস (SES)-এর জন্য প্রয়োজনীয় কোন নির্দিষ্ট দক্ষতা ছিল না।
মিঃ ম্যাককুলা বলেন যে নিউ সাউথ ওয়েলস এসইএস বিভিন্ন ভাষাভাষীর স্বেচ্ছাসেবকদের স্বাগত জানায় যারা ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলতে পারে।
জুলফি হায়দারি আফগানিস্তান থেকে ২০ বছর আগে অস্ট্রেলিয়ায় এসেছিলেন এবং এখন রিজিওনাল ভিক্টোরিয়াতে থাকেন।
তিনি বলেন যে তিনি অনেক নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করেছেন, অনেক প্রাণী উদ্ধার করেছেন এবং অপরাধের দৃশ্য অনুসন্ধানে পুলিশকে সহায়তা করেছেন।

মিঃ হায়দারি বলছেন যে তিনি এসইএস-এ তার স্বেচ্ছাসেবকের কাজের মাধ্যমে অনেক বন্ধু তৈরি করেছেন।
মিজ টেলিসিয়া লোলোয়া লিজমোর ইউনিটের সদস্য। তিনি বলছেন যে ২০১৫ সালে নিউ সাউথ ওয়েলসের এসইএস-এ যোগদান করা ছিল তার সেরা পছন্দগুলির মধ্যে একটি।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।











