গুরুত্বপূর্ণ দিক:
- ২০২২ সালে অস্ট্রেলিয়ায় স্বাভাবিকের চেয়ে অন্তত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে
- গবেষণায় দেখা গেছে যে নতুন বাইভ্যালেন্ট ভ্যাকসিনগুলি মূল সিঙ্গেল-স্ট্রেন ভ্যাকসিনের চেয়ে ১ দশমিক ৬ গুণ বেশি কার্যকর
- ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড এজড কেয়ার জানিয়েছে, এপ্রিল থেকেই বার্ষিক ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া শুরু হবে
নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে ভর্তির জন্য কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তিদের উপস্থিত হওয়ার সংখ্যা বেড়েছে।
তারা আরও বলেছে, এই বৃদ্ধি "কোভিড-১৯ সংক্রমণের একটি নতুন তরঙ্গের সূচনা হতে পারে"।
"এখনও ভ্যারিয়েন্টগুলির মিশ্র একটি গ্রুপ বেশি ছড়াচ্ছে। আমরা সিএইচ.১.১ এবং এক্সবিবি সাব-লাইনেজ, বিশেষত এক্সবিবি.১.৫-এর ক্রমাগত বৃদ্ধি দেখতে পাচ্ছি," নিউ সাউথ ওয়েলস হেলথ গত ৯ মার্চ, বৃহস্পতিবার তাদের সাপ্তাহিক প্রতিবেদনে এ কথা বলেছে।
"এই সাবভ্যারিয়েন্টগুলি মিউটেশন শেয়ার করে নেয় যার ফলে সেগুলির ইমিউন এস্কেপ এবং সংক্রমণ-ক্ষমতা বেড়ে যায়।“
ভিক্টোরিয়ায় একই সময়ে নতুন কোভিড কেস রিপোর্ট করা হয়েছে ৩ হাজার ৩১৯ টি। আগের সপ্তাহে যা ছিল ৩ হাজার ১৬ টি।
চীন, হংকং ও ম্যাকাও থেকে আগত যাত্রীদের জন্য গত ১১ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে প্রি-ডিপার্চার চেকের বিধিনিষেধ তুলে দিয়েছে অস্ট্রেলিয়া।
হেলথ অ্যান্ড এজড কেয়ার বিষয়ক মন্ত্রী মার্ক বাটলার বলেছেন, "আমি চীনের সমস্ত যাত্রী এবং বিমান সংস্থাগুলিকে ধন্যবাদ জানাতে চাই যারা এই পরীক্ষা-ব্যবস্থা মেনে চলেছেন।“
২০২২ সালে অস্ট্রেলিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গবেষকরা এই মৃত্যুর জন্য প্রাথমিকভাবে কোভিড-১৯ মহামারীকে দায়ী করেছেন।
কার্টিন ইউনিভার্সিটির নতুন এক গবেষণায় দেখা গেছে, সিলিকন, সোনা ও তামার মতো উপাদান করোনাভাইরাসের স্পাইক প্রোটিনকে ধ্বংস করতে পারে।
প্রধান গবেষক ড. নাদিম দারবিশ বলেন, এই উপকরণগুলি এয়ার ফিল্টার, বেঞ্চ, টেবিল এবং দেয়ালের উপরে প্রলেপ হিসাবে বা মোছার জন্যে ব্যবহৃত কাপড় এবং ফেস মাস্কের ফ্যাব্রিকে করোনাভাইরাস আটকানোর কাজে ব্যবহার করা যেতে পারে।
ড. দারভিশ বলেন, “এই উপায়ে করোনাভাইরাস আটকানোর মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কাছে সেগুলোর সংক্রমণে বাধা দিতে পারব।“
ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড এজড কেয়ার জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা মৌসুমের (জুন থেকে সেপ্টেম্বর) সর্বোচ্চ পর্যায়ে সুরক্ষা দিতে এপ্রিল থেকেই বার্ষিক ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়া উচিত।
তারা জানিয়েছে, “ভ্যাকসিনের মজুদ পাওয়া মাত্রই টিকা প্রদান শুরু করা যেতে পারে। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যে কোনও কোভিড -১৯ ভ্যাকসিনের সাথে একই দিনে দেওয়া যেতে পারে।“
গত ৮ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে পূর্ববর্তী ২৮ দিনের তুলনায় গত ২৮ দিনে বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৫৮ শতাংশ হ্রাস পেয়েছে এবং মৃত্যুর হার ৬৫ শতাংশ কমেছে।
মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মানি এবং রাশিয়ায় সবচেয়ে বেশি কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সাপ্তাহিক বিএ.৫ আক্রান্তের সংখ্যা ৫৫.৭ শতাংশ থেকে কমে ২৭.২ শতাংশ হয়েছে, অন্যদিকে রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা ২৫.১ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৪.১ শতাংশ।
আপনার স্টেটে কোভিড-১৯ ক্লিনিকের জন্যে দেখুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
কোভিড-১৯ টেস্টের জন্যে দেখুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
র্যাট টেস্ট পজিটিভ হলে রিপোর্ট করুন:
ACT New South Wales Northern Territory Queensland
South Australia Tasmania Victoria Western Australia
বিদেশ ভ্রমণের আগে এ সংক্রান্ত বিধিনিষেধ দেখে নিন: latest travel requirements and advisories
আপনার ভাষায় কোভিড-১৯ বিষয়ক তথ্য: SBS Coronavirus portal
