নিউ ইয়ার’স ইভ উদযাপনের মাধ্যমে ইংরেজি ২০২১ সালের আগমন ঘোষণায় অস্ট্রেলিয়ানদের নানা উদ্যোগ বানচাল করে দিয়েছে করোনাভাইরাস নিষেধাজ্ঞাগুলো।
আতশবাজির বহু আয়োজন ইতোমধ্যে বাতিল করা হয়েছে, পরিবারগুলোতে অতিথি গ্রহণের ক্ষেত্রেও সীমা আরোপ করা হয়েছে এবং বর্ষবরণ ও বিদায় উপলক্ষে একে অপরকে জড়িয়ে ধরা ও চুমু দেওয়া থেকেও বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে।
অস্ট্রেলিয়া জুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্ন নির্দেশনা জারি করা হয়েছে। নিউ ইয়ার’স ইভ-এ কী করা যাবে এবং যাবে না— এসব বিষয়ে দেখুন এখানে।
নিউ সাউথ ওয়েলস
সিডনি হারবারের আশেপাশে রাত ৯টায় কোনো ফ্যামিলি ফায়ারওয়ার্কস (আতশবাজি) হবে না। তবে, মাঝরাতে হারবার ব্রিজ থেকে একটি সংক্ষিপ্ত ফায়ারওয়ার্কস ইভেন্টের আয়োজন করা হবে। সাধারণ লোকের জন্য ‘গ্রিন জোন’-এ এতে অংশগ্রহণ করার সুযোগ না থাকায় এটি টেলিভিশনের মাধ্যমে উপভোগ করতে উৎসাহিত করা হচ্ছে।
তবে যারা গ্রিন জোনে বসবাস করেন, যাদের রেস্টুরেন্টে বুকিং আছে কিংবা যারা কর্মী, তাদের জন্য এক্ষেত্রে ছাড় রয়েছে।
গ্রিন জোন ঘিরে একটি ‘ইয়েলো জোন’ও প্রতিষ্ঠা করা হবে।
বাসিন্দা কিংবা দর্শনার্থীদের জন্য ইয়েলো জোনে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে, নিউ সাউথ ওয়েলস হেলথ জানিয়েছে, এসব এলাকায় ব্যাপক সংখ্যায় জন-সমাবেশ হলে পুলিশ তাদেরকে সরিয়ে দেবে।
নিউ সাউথ ওয়েলসে কোভিড-১৯ সংক্রমণ সংখ্যা বাড়ছে। এখানকার বাসিন্দাদের প্রতি কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে, যদি তাদের কারও মাঝে কোভিড-১৯ এর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয়, তাহলে তাদের নিকটবর্তী ক্লিনিকে গিয়ে কোভিড-১৯ পরীক্ষণ করানোর জন্য।
নর্দার্ন বিচেস
করোনাভাইরাস প্রাদূর্ভাবের একটি অন্যতম কেন্দ্রবিন্দু, সিডনির নর্দার্ন বিচেস এলাকায় কঠোরতম করোনাভাইরাস নিষেধাজ্ঞাসমূহ জারি করা হয়েছে।
নর্দার্ন বিচেস-এর নর্দার্ন জোন-এ যারা বসবাস করেন তারা কঠোরভাবে বাড়িতে অবস্থান করার নির্দেশনার অধীনে আছেন, অন্তত আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। তবে, নিউ ইয়ার’স ইভ উপলক্ষে সেখানকার বাসিন্দারা একটি ছাড় পেতে যাচ্ছেন। এর ফলে তারা একই এলাকার এক সঙ্গে পাঁচ জন পর্যন্ত (শিশুসহ) তাদের বাড়িতে একত্রিত হতে পারবেন। নিউ সাউথ ওয়েলস হেলথ থেকে বলা হয়েছে:
“৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ১ জানুয়ারি ২০২১ শুক্রবারের শেষ পর্যন্ত, আপনি যদি নর্দার্ন বিচেস উপদ্বীপ এলাকায় বসবাস করেন, তাহলে নিম্নলিখিত নিষেধাজ্ঞাগুলো প্রযোজ্য হবে:
আপনার এলাকা থেকে শিশুসহ ৫ জন দর্শনার্থী আপনার বাড়িতে আসতে পারবে।
আপনার এলাকায় আউটডোরে শিশুসহ ৫ জন দর্শনার্থী একত্রিত হতে পারবে।”
নর্দার্ন বিচেস-এর সাউদার্ন জোনে যারা বসবাস করেন, তারা ৫ জন পর্যন্ত (শিশুসহ) তাদের বাড়িতে গ্রহণ করতে পারবেন। তবে, গ্রেটার সিডনি থেকে কোনো অতিথিকে তারা গ্রহণ করতে পারবেন না।
নর্দার্ন বিচেস-এর উভয় জোনের বার, রেস্টুরেন্ট এবং ভেন্যুগুলো খোলা থাকবে শুধুমাত্র টেকঅ্যাওয়ে-এর জন্য।
নিউ সাউথ ওয়েলসে মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় স্থানীয়ভাবে সংক্রামিত ১৮টি নতুন কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। এর পরে, বুধবার এক সংবাদ সম্মেলনে রাজ্যটির প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান গ্রেটার সিডনির জন্য নিউ ইয়ার’স ইভ নিষেধাজ্ঞাগুলো কঠোর করার কথা ঘোষণা করেন।
আজ (বুধবার) মাঝরাত থেকে গ্রেটার সিডনিতে পরিবারের সদস্যদের নিয়ে জমায়েতের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ জন অতিথি গ্রহণ করা যাবে।
মিজ বেরেজিক্লিয়ান বলেন,
“উলংগং, সেন্ট্রাল কোস্ট, নেপিয়ান, ব্লু মাউন্টেইন্স ও নর্দার্ন বিচেস-এর সাউদার্ন জোনসহ গ্রেটার সিডনির সকল হাউজহোল্ডে (পরিবারগুলোতে) নিউ ইয়ার’স ইভ-এ পাঁচ জন পর্যন্ত অনুমোদিত।”
আউটডোরে জমায়েতের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৫০ জন থেকে কমিয়ে ৩০ জন করা হয়েছে।
“পরবর্তী নির্দেশ” না দেওয়া পর্যন্ত এসব পরিবর্তন বলবত থাকবে।
বিদ্যমান নিষেধাজ্ঞাসমূহ এবং সর্বশেষ সংক্রমণ হওয়ার স্থানগুলো নিয়ে জানতে ভিজিট করুন: NSW Health website.
ভিক্টোরিয়া
এ বছর দীর্ঘ সময় লকডাউনে থাকার পর, ভিক্টোরিয়ায় বিগত ৬০ দিনে স্থানীয়ভাবে কেউ কোভিড-১৯ এ সংক্রামিত হয় নি। তাই বলা যায়, এ বছর তারা এখন কিছুটা স্বস্তির সাথে নিউ ইয়ার’স ইভ উদযাপন করতে পারবে।
আজ বিকাল ৫টা থেকে ভিক্টোরিয়ানদেরকে ইনডোরে মাস্ক পরিধান করতে হবে, যদি তারা ঘরের বাইরে যায়।
পারিবারিক জমায়েতে সর্বোচ্চ ১৫ জন পর্যন্ত একত্রিত হওয়া যাবে।
ভ্রমণকারীদেরকে একটি নতুন ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে হবে, ২৪ ঘণ্টার মধ্যে কোভিড-১৯ টেস্ট করাতে হবে এবং ১৪ দিনের জন্য ঘরে সেল্ফ কোয়ারেন্টিন করতে হবে।
বার, রেস্টুরেন্ট এবং অন্যান্য ভেন্যুগুলোতে, যেমন, নাইটক্লাবগুলো উন্মুক্ত। তবে, পেট্রন-সংখ্যা সীমিত।
ইয়ারা রিভার-এ মেলবোর্নের বার্ষিক আতশবাজি প্রদর্শনের অনুষ্ঠান এবার বাতিল করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জনগণকে আহ্বান জানানো হয়েছে, মেলবোর্ন সিবিডি থেকে দূরে থাকতে। বলা হচ্ছে যে, সিটির কোনো ভেন্যুতে যাদের বুকিং রয়েছে, শুধুমাত্র তারাই অনুমোদিত।

কুইন্সল্যান্ড
ব্রিসবেনের মূল আতশবাজি বাতিল করা হয়েছে। এছাড়া, অপরিচিত ব্যক্তিদেরকে জড়িয়ে ধরা ও চুমু দেওয়া নিরুৎসাহিত করা হয়েছে।
রাজ্যটির চিফ হেলথ অফিসার ড. জেনেট ইয়াং এ সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন,
“নিউ ইয়ার’স ইভে আমরা সবাই ঘনিষ্ঠ ব্যক্তিদেরকে জড়িয়ে ধরতে এবং চুমু দিতে চাই। আমি পরামর্শ দিচ্ছি এক্ষেত্রে আপনার পরিচিত ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের মাঝেই তা সীমিত রাখুন।”
কুইন্সল্যান্ডে দীর্ঘদিন ধরে কোনো করোনাভাইরাস সংক্রমণ নেই। সেখানে পরিবারগুলোতে সর্বোচ্চ ৫০ জন পর্যন্ত অতিথি গ্রহণ করা যাবে, বাড়ির সদস্যরাও এই সংখ্যার অন্তর্ভুক্ত।
আউটডোরে জমায়েতের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা ১০০ জন।
সাউথ অস্ট্রেলিয়া
অ্যাডিলেইডে আতশবাজি বাতিল করা হয়েছে। তবে, মারি ব্রিজ, হোয়াইয়ালা, ভিক্টর হারবার এবং পোর্ট লিংকন লোকাল কাউন্সিলে আতশবাজি হবে।
সাউথ অস্ট্রেলিয়ায় পারিবারিক জমায়েতগুলোতে ৫০ জন পর্যন্ত অনুমোদিত। শর্ত হচ্ছে, প্রতি দুই বর্গমিটারে সর্বোচ্চ একজন অবস্থান করতে পারবেন।
কোনো ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য কোনো ভেন্যুতে ২০০ জন পর্যন্ত একত্রিত হতে পারবেন। এক্ষেত্রেও একইভাবে এই দুই বর্গমিটারের নিয়ম প্রযোজ্য হবে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
রাত ৮টা থেকে রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে আতশবাজির আয়োজন করা হয়েছে। পুরো তালিকা দেখুন এখানে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় জমায়েতের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই। শর্ত হচ্ছে, প্রতি দুই বর্গমিটারে সর্বোচ্চ একজন অবস্থান করতে পারবেন।
ট্যাসমানিয়া
হোবার্টে নববর্ষ বরণ করা হবে রাত ৯.৩০ এ এবং মাঝরাতে রিভার ডারওয়েন্ট-এ আতশবাজির মাধ্যমে। আগের তুলনায় এবারের আতশবাজির এ রকম আয়োজন করা হবে যেন অনেক বেশি স্থান থেকে দেখা যায়।
ট্যাসমানিয়াতেও একইভাবে দুই বর্গমিটারে একজন অবস্থান করার নিয়ম রয়েছে। তবে, কোনো ইনডোর প্রেমিসে অবিভক্ত স্থানে সর্বোচ্চ ২৫০ জন একত্রিত হতে পারবেন।
আউটডোর স্থানে সর্বোচ্চ ১,০০০ লোক একত্রিত হতে পারবেন।
নর্দার্ন টেরিটোরি
নর্দার্ন টেরিটোরিতে ইনডোর এবং আউটডোরে জমায়েতের ক্ষেত্রে কোনো সর্বোচ্চ সীমা নেই। তবে, এখনও পরামর্শ দেওয়া হচ্ছে, যাদের সঙ্গে সবসময় বসবাস করেন না, তাদের সঙ্গে ১.৫ মিটার জন-দূরত্ব বজায় রাখতে।
এসিটি
এসিটি-তে এ বছরও আতশবাজি হবে না। গতবছরও হয় নি বুশফায়ারের কারণে।
এর পরিবর্তে বাসিন্দাদেরকে বলা হচ্ছে স্থানীয় রেস্টুরেন্টগুলোতে আলোকসজ্জার মাধ্যমে বর্ষ-বরণ করতে।
ঘরে কতজন দর্শনার্থী আনা যাবে, সে বিষয়ে এসিটি-তে কোনো নিষেধাজ্ঞা নেই। রাজধানী ক্যানবেরায় আউটডোর গ্যাদারিংগুলোতে সর্বোচ্চ ৫০০ জন একত্রিত হতে পারবেন। তবে, প্রতি দুই বর্গমিটারে একজন অবস্থানের নিয়ম অনুসরণ করতে হবে।
আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।
৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: sbs.com.au/coronavirus.
অস্ট্রেলিয়ার এবং বাকি বিশ্বের করোনাভাইরাস (কোভিড-১৯) এর হাল নাগাদ খবর
News and information is available in 63 languages at sbs.com.au/coronavirus
Please check the latest guidelines for your state or territory: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania
Follow SBS Bangla on FACEBOOK.
