কুইন্সল্যান্ডের দাবানলের শিকার এক ব্যক্তি লটারিতে এক মিলিয়ন ডলার জিতেছেন যার বাড়ী আগুনে পুড়ে মাটিতে মিশে গেছে। তার বাড়ীটির কোন ইন্সুরেন্স ছিল না। এখন এই লটারি জেতার ফলে তিনি নতুন করে আবার বাড়ী নির্মাণ করতে পারবেন বলে প্রত্যাশা করছেন।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক ব্রিসবেনের উত্তরে মাউন্ট কটন এলাকার এই বাসিন্দা লটারি জিতে বেশ উচ্ছসিত। তিনি বলেন, তার প্রত্যাশা এই জয়ে তার সুদিন ফিরে আসতে শুরু করেছে।
বৃহস্পতিবার এই লটারি জেতার কথা শুনে তিনি বলেন, "খবরটি তার কাছে এলো তার জীবনের একটা অবিশ্বাস্য সময়ে।"

ওই ব্যক্তি বলেন, গতবছরের শেষ দিকে ভয়ংকর দাবানলে তার পরিবারের বাড়ীটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এবং এটির কোন ইন্সুরেন্স ছিল না।
লোটো জয়ী ওই ব্যক্তি আক্ষেপ করে বলেন, "শুধু কয়েকটি দগ্ধ চায়ের কাপ ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না।"
"আমরা জানতাম না আমরা আবার বাড়ীটি নতুন করে বানাতে পারবো কিনা, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিই পারবো।"
ওই ব্যক্তি বলেন, তিনি তার স্ত্রীর লাকি নাম্বারটি গোল্ড লোটো এন্ট্রিতে ব্যবহার করেছিলেন, যার ড্র হয়েছিল বুধবার।
তিনি বলেন, "আর এর প্রাপ্তি ছিলো বিরাট, এটা যেন কোন অলৌকিক ঘটনা।"
তিনি ছিলেন একমাত্র ডিভিশন ওয়ান বিজয়ী, এতে তিনি এক মিলিয়ন ডলার জিতেন।
তিনি বলেন, "আমি বাড়ী ফিরতে এবং আমার স্ত্রীকে চুম্বন করে জড়িয়ে ধরতে আর অপেক্ষা করতে পারছি না।"
অস্ট্রেলিয়ার সাম্প্রতিক এই ভয়াবহ বুশফায়ারে এখনো পর্যন্ত ২৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে; প্রায় ২০০০ বাড়ীঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, অন্তত ১০ মিলিয়ন হেক্টর এলাকা পুড়ে গেছে, এবং আনুমানিক ৮০০ মিলিয়ন প্রাণী মারা গেছে।
আরো পড়ুনঃ
