সিডনিতে জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসকে সংবর্ধনা

অস্ট্রেলিয়া জুড়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করছে অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট। এবছরের শুরুতে এই প্লাটফর্মে যুক্ত হন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, এবার যুক্ত হলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ইমরুল কায়েস।

Imrul Kayes.jpg

Imrul Kayes was welcomed with flowers, while he was given a red carpet reception. Credit: Nirjon Mosarrof

গত ১০ই ডিসেম্বর, ররিবার সন্ধ্যায় সিডনির বাংলাদেশী অধ্যুষিত লাকেম্বার গ্রামীণ রেস্তোরায় এ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করে অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটের নিউ সাউথ ওয়ালেস স্টেটের আয়োজক কমিটি।

অনুষ্ঠানের মূল অতিথি ইমরুল ছাড়াও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়ার সাবিনা সুলতানাও উপস্থিত ছিলেন।

ইমরুল কায়েসকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় কাউন্সিলর সাজেদা আক্তার, এসময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ক্রিকেট প্লাটফর্মটির ওপর বিশেষ ভিডিও প্রতিবেদন প্রদর্শন করা হয়।

ভিডিও বার্তায় ইমরুল কায়েস এবং কমিউনিটি ক্রিকেটের কার্যক্রমকে অভিনন্দন জানান বাংলাদেশ জাতীয় দলের কোচ সালাহ উদ্দিন, ক্রিকেটার জুনায়য়েদ সিদ্দিকী, শরিফুল ইসলাম, শরিফুল্লাাহ, মো: রবিন, সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট আপন তারিক, গীতিকার ও লেখক অনুরূপ আইচ, বাংলাভিশনের চিফ রিপোর্টার সুজন মাহমুদ, ডিবিসি নিউজ-এর সাংবাদিক ফখরুল ইসলাম প্রমুখ I

ইমরুল কায়েস তাঁর বক্তব্যে বলেন , ‘অস্ট্রেলিয়ায় ক্রিকেটের এতো আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমাকে সন্মনিত করার জন্য সবাইকে ধন্যবাদ, ক্রিকেটের সঙ্গে আছি সবসময়।’
Team of Managing committee.jpeg
Australia-Bangladesh Community Cricket organisers were present in the programme. Credit: Nirjon Mosarrof
আয়োজকদের পক্ষে নির্জন মোশাররফ বলেন, 'বিশ্ব আসরে ক্রিকেট যে উন্মাদনা নিয়ে এসেছে আমরাও তার অংশীদার হতে চাই। তারই প্রয়াস চলছে অস্ট্রেলিয়া জুড়ে তৃণমূল ক্রিকেটে রঙ লাগাতে ও বাংলাদেশীদের একসুতোঁয় গেঁথে চিরচেনা আনন্দ ছড়িয়ে দিতে। আপনাদের শুভ কামনা এই আয়োজনকে সমৃদ্ধ করতে পারে, পারে ক্রিকেটার তৈরীর নেপথ্যে ভূমিকা রাখতে পারে। সেই সাথে তৈরি হতে পারে অস্ট্রেলিয়া জুড়ে বাংলা ক্রিকেটের নতুন উপাখ্যান।'

অস্ট্রেলিয়া বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট-এর এনএসডব্লিউ শাখার নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার ফাইজুর রেজা ইমন, লিটন বাউল, ডাক্তার ইকবাল হোসেন, ডাক্তার সাজেদুর রহমান শাওন, আরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান শিপলু, দিদার হোসেন, জাকির আলম লেলিন, মুহায়মান খান মিশু, তাসবির হাসান অর্ক, তিশা তানিয়া, নাজিয়া মাহমুদ, মৌসুমী সাহা, মৌসুমী মন্ডল, শিকদার আহমেদ, ইফতি ওয়াসেত সহ আরো অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

সিডনির অনুষ্ঠান আয়োজনে ভূমিকা রাখেন কমিটির কর্মকর্তা তালাত মাহমুদ ও সৈয়দ মুর্শেদ বাপ্পি। সার্বিক তত্বাবধনে ছিলেন প্রধান সমন্বয়ক শাহে জামান টিটু এবং প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক নির্জন মোশাররফ।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।



Share

2 min read

Published

Presented by Shahan Alam

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand