মেলবোর্নে সাবিনা ইয়াসমিন ফিরিয়ে আনলেন বাংলা গানের সমৃদ্ধ পুরনো দিনগুলো

সিডনি ও ব্রিসবেনের পর মেলবোর্নে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন তাঁর জাদুকরী কণ্ঠে আশি ও নব্বই দশকের স্মৃতি জাগানিয়া জনপ্রিয় চলচ্চিত্রের গান ছাড়াও আধুনিক ও দেশাত্মবোধক গান শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন। গত ১৮ নভেম্বর তাঁর শেষ সঙ্গীতানুষ্ঠানটি আয়োজন করে ওয়েস্টার্ন রক্স মেলবোর্ন।

sabina single.jpeg

Sabina Yasmin brought back the rich old days of Bengali music in Melbourne Credit: Western Rocks Melbourne

সাবিনা ইয়াসমিন বাংলাদেশের চলচ্চিত্রের গানের পাশাপাশি দেশাত্মবোধক গান থেকে শুরু করে উচ্চাঙ্গ, ধ্রুপদী, লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গানসহ বিভিন্ন ধারার গান গেয়ে নিজেকে দেশের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সাবিনা ইয়াসমিনের সফর সঙ্গী হিসেবে আরো এসেছেন শিল্পী জাহাঙ্গীর সাঈদ।

গত শনিবার, ১৮ নভেম্বর ওয়েস্টার্ন রক্স মেলবোর্ন-এর আয়োজনে তাঁর তৃতীয় অনুষ্ঠানটি হপার্স ক্রসিংয়ের ড্রিমবিল্ডার্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক শ্রোতা উপস্থিত ছিলেন।
Sabina and Jahangir.jpeg
Singer Jahangir Saeed also came as Sabina Yasmin's tour companion. Credit: Western Rocks Melbourne
অনুষ্ঠানে শ্রোতারা তুমুল উৎসাহের সাথে তাঁদের পছন্দের গানগুলো শোনাতে শিল্পীকে অনুরোধ করেন।

বহুমাত্রিক সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন শ্রোতাদের অনুরোধ রক্ষা করে গানগুলো শোনান এবং বাংলা গানের সমৃদ্ধ পুরনো দিনগুলো যেন ফিরিয়ে আনেন; এতে অনেক শ্রোতাই স্মৃতিকাতর হয়ে ওঠেন।

অনুষ্ঠানের আয়োজন সম্পর্কে ওয়েস্টার্ন রক্স মেলবোর্ন-এর প্রেসিডেন্ট রাশেদ সরকার এবং জেনারেল সেক্রেটারি মাজহার সুমন এসবিএস বাংলাকে জানান, যেভাবে মেলবোর্নের বাংলাদেশি কমিউনিটি আমাদের আয়োজনে সাড়া দিয়েছেন তাতে আমরা অভিভূত, ভবিষ্যতে কমিউনিটির সহযোগিতা পেলে আমরা এ ধরনের আরও অনুষ্ঠান আয়োজন করতে উৎসাহ পাবো।
এর আগে গত ৪ নভেম্বর মাল্টি লিঙ্গুয়াল কমিউনিটি এন্ড কালচারের আয়োজনে তাঁর প্রথম অনুষ্ঠান সিডনির ম্যাক আর্থার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যালি কুইনেল এমপি।

এছাড়া গত ১০ নভেম্বর সাবিনা ইয়াসমিনের দ্বিতীয় সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্রিসবেনের কুরপারু সেকেন্ডারি কলেজ অডিটোরিয়ামে। এটির আয়োজক সংগঠন সারগাম মিউজিক একাডেমী।
Sabina with group.jpeg
Cultural group Western Rocks Melbourne hosted the music programme of renowned Bangladeshi singer Sabina Yasmin. Credit: Western Rocks Melbourne
সাবিনা ইয়াসমিন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কারের পাশাপাশি একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

সাবিনা ইয়াসমিনের গাওয়া দেশাত্মবোধক গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল "জন্ম আমার ধন্য হলো মা গো", "সব ক’টা জানালা খুলে দাও না", "ও আমার বাংলা মা", "মাঝি নাও ছাড়িয়া দে", "সুন্দর সুবর্ণ" ও "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার"।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।

Share

2 min read

Published

Updated

By Shahan Alam

Source: SBS



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand