টেম্পোরারি প্যারেন্ট ভিসা ফি কমাতে চায় লেবার দল

টেম্পোরারি প্যারেন্ট ভিসার ফি কমাতে এবং ভিসা প্রদানের সংখ্যার বার্ষিক কোটা তুলে দিতে চায় লেবার দল। এ মাসের ফেডারেল নির্বাচনে জয়ী হলে তারা এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেছে।

Parents Visa

First sponsored parent visa being granted Source: Australian Government

১৮ মে অস্ট্রেলিয়ার ফেডারাল নির্বাচনে যদি লেবার দল জয়ী হয়, তাহলে তারা টেম্পোরারি প্যারেন্ট ভিসা ফি কমিয়ে চার ভাগের এক ভাগে নামিয়ে আনবে।

এ ছাড়া, এই ভিসা ইস্যুর ক্ষেত্রে বার্ষিক ১৫ হাজার স্থানের যে কোটা রাখা হয়েছে, সেটাও তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। আর, দ্বিতীয় দফায় ভিসা নবায়নের ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য অস্ট্রেলিয়া ত্যাগের যে নিয়ম বর্তমানে রাখা হয়েছে, সেটাও তুলে দিতে চায় লেবার দল। অর্থাৎ, অস্ট্রেলিয়ায় অবস্থান করেই এই ভিসা দ্বিতীয় দফা নবায়ন করা যাবে, যদি তারা নির্বাচনে জিতে সরকার গঠন করে ও এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন করে।

টেম্পোরারি প্যারেন্ট ভিসার জন্য স্পন্সরশিপ এপ্লিকেশন গ্রহণ করা শুরু হয়েছে গত ১৭ এপ্রিল ২০১৯ থেকে।

আর, মূল ভিসার আবেদন করা যাবে ১ জুলাই ২০১৯ থেকে।

২০১৬ সালের ফেডারাল নির্বাচনের আগে কোয়ালিশন যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়ন হিসেবে এই পাঁচ বছর মেয়াদী ভিসা চালু করতে যাচ্ছে কোয়ালিশন সরকার। তবে, সেই প্রতিশ্রুতির সঙ্গে চালু হতে যাওয়া ভিসার অনেক পার্থক্য রয়েছে। তখনকার প্রতিশ্রুতিতে ভিসার ক্ষেত্রে বার্ষিক কোনো কোটার কথা বলা হয় নি।

পাঁচ বছরের ভিসার জন্য ১০ হাজার ডলার ফি এবং তিন বছরের ভিসার জন্য ৫ হাজার ডলার ফি নির্ধারণ করেছে সরকার। এজন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তারা। ইমিগ্রেশন মন্ত্রী ডেভিড কোলম্যান অবশ্য এই ফি সম্পর্কে বলেছিলেন, এটা যৌক্তিক।

এদিকে, পাঁচ বছরের এই ভিসার জন্য লেবার দল ২,৫০০ ডলার এবং তিন বছরের ভিসার জন্য ১,২৫০ ডলার ফি নির্ধারণ করার প্রতিশ্রুতি দিয়েছে।

বর্তমান নিয়ম অনুসারে প্রতিটি পরিবার ‘এক সেট’ করে ‘প্যারেন্টস’ আনতে পারবে। এই সীমাবদ্ধতাও তুলে দিতে চায় লেবার দল।

এ সম্পর্কে ইংরেজিতে আরও পড়ুন এই লিঙ্কে

Follow SBS Bangla on FACEBOOK.


Share

2 min read

Published

By Shamsher Kainth

Presented by Sikder Taher Ahmad



Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps

Watch on SBS

SBS Bangla News

Watch it onDemand

Watch now