Rural landscape, Western Australia, Australia
Rural landscape, Western Australia, Australia

আপনার ভাষায় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত এবং নাগরিকত্বের অঙ্গীকার

আমরা অস্ট্রেলিয়ায় প্রচলিত বহু ভাষায় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত এবং নাগরিকত্বের অঙ্গীকার অনুবাদ করেছি।

Published

Source: SBS
অস্ট্রেলিয়ার সর্বত্র অ্যাবোরিজিনাল এবং টরে প্রণালীর দ্বীপপুঞ্জের জনগণকে দেশের ঐতিহ্যবাহী মালিক হিসেবে এবং ভূমি, জলপথ ও সম্প্রদায়ের সঙ্গে তাদের চলমান সম্পর্ককে এসবিএস স্বীকৃতি জানায়।

অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার-এর মূল গীতিকথা ১৮৭৮ সালে অস্ট্রেলিয়ান শিক্ষক ও গীতিকার পিটার ডডস ম্যাককরম্যাক রচনা করেছিলেন। গানটি ১৯৮৪ সালের ১৯ এপ্রিল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

২০২১ সালে অন্তর্ভুক্তির প্রতিফলন ঘটাতে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনের “young and free” শব্দগুলো পরিবর্তন করে “one and free” করা হয়।

জাতীয় সঙ্গীত সরকারি অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানে উপস্থাপন করা হয়।

অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের লিরিক

অস্ট্রেলিয়া, এসো আনন্দ করি একসাথে
কারণ আমরা এক এবং স্বাধীন;
আমাদের মেহনতের জন্য আছে সোনাঝরা মাটি আর সম্পদ;
সমুদ্রে ঘেরা আমাদের আবাস
প্রকৃতির দানে ভরা আমাদের ভূমি
কি বিরল, সমৃদ্ধ, আর অপরূপ সৌন্দর্যময়!
ইতিহাসের পাতায়, প্রতিটি স্তরে এসো
অস্ট্রেলিয়াকে এগিয়ে নিই উৎকর্ষতার আবাহনে।
আনন্দধারায় চলো কণ্ঠ মিলাই,
অস্ট্রেলিয়াকে এগিয়ে নিই উৎকর্ষতার আবাহনে।
উজ্জ্বল সাদার্ন ক্রসের নিচে
তনু মন দিয়ে আমরা কাজ করে যাই
আমাদের এই কমনওয়েলথ বিনির্মাণে
যা হবে সকল দেশের সেরা;
এসেছে যারা দূর সমুদ্র পেরিয়ে,
তাদেরও তরে এই বিশাল প্রান্তর
চল তবে এক হই সাহস ভরে
অস্ট্রেলিয়াকে এগিয়ে নিই উৎকর্ষতার আবাহনে।
আনন্দধারায় চলো কণ্ঠ মিলাই,
অস্ট্রেলিয়াকে এগিয়ে নিই উৎকর্ষতার আবাহনে।

Australians Celebrate Australia Day As Debate Continues Over Changing The Date
- Credit: Don Arnold/Getty Images

অস্ট্রেলিয়ান নাগরিকত্বের অঙ্গীকার

১৯৪৯ সালে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব প্রবর্তনের পর থেকে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব প্রাপ্ত মানুষের সংখ্যা ৬ মিলিয়ন বা ৬০ লাখেরও বেশি।

স্থানীয় কাউন্সিলগুলোর মাধ্যমে নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে ১৭ সেপ্টেম্বর উদযাপিত হওয়া অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ ডে।

অনুষ্ঠানের অংশ হিসেবে অস্ট্রেলিয়ান জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং মানুষ অস্ট্রেলিয়ান নাগরিকত্বের দায়িত্ব গ্রহণের অঙ্গীকার করে।

অঙ্গীকারের দু’টি সংস্করণ রয়েছে, যার একটি সংস্করণে ঈশ্বরের উল্লেখ আছে।

অঙ্গীকার সংস্করণ ১

এই মুহূর্ত থেকে, ঈশ্বরের অধীনে,
আমি অস্ট্রেলিয়া এবং এর জনগণের প্রতি আমার আনুগত্যের শপথ করি,
যাদের গণতান্ত্রিক বিশ্বাস আমি শেয়ার করি,
যাদের অধিকার ও স্বাধীনতাকে আমি সম্মান করি, এবং
যাদের আইন আমি রক্ষা ও পালন করবো।

অঙ্গীকার সংস্করণ ২

এই মুহূর্ত থেকে,
আমি অস্ট্রেলিয়া এবং এর জনগণের প্রতি আমার আনুগত্যের শপথ করি,
যাদের গণতান্ত্রিক বিশ্বাস আমি শেয়ার করি,
যাদের অধিকার ও স্বাধীনতাকে আমি সম্মান করি, এবং
যাদের আইন আমি রক্ষা ও পালন করবো।

আপনার ভাষায় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত এবং নাগরিকত্বের অঙ্গীকার পড়ুন এবং শুনুন।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand