গুরুত্বপূর্ণ দিক:
- ট্রেজারার জিম চালমারস মঙ্গলবার রাতে তার দ্বিতীয় বাজেট হস্তান্তর করেছেন।
- লেবার সরকার তার ২০২৩-২৪ বাজেটে জীবনযাত্রার ব্যয় কমাতে বরাদ্দের বিষয়টিতে নজর দিয়েছে।
- বাজেটে ভাড়াটিয়া, বয়স্ক পরিচর্যা কর্মী এবং চাকরিপ্রার্থীদের জন্য সহায়তা অন্তর্ভুক্ত আছে।
এবারের বাজেটে ডাক্তারের কাছে যাওয়ার খরচ কারো কারো জন্য কমবে, কারো বাড়ি ভাড়া কমে যাবে, এবং একক অভিভাবকরা বর্ধিত আর্থিক সহায়তা পাবেন।
আলবেনিজি সরকার তার দ্বিতীয় বাজেট হস্তান্তর করেছে যেখানে ১৪.৬ বিলিয়ন ডলারের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টি প্রাধান্য পেয়েছে।
অন্যদিকে ভিসা আবেদনের খরচ বাড়তে চলেছে, এবং অস্ট্রেলিয়ার অতি-ধনীদের একটি বড় কর সুবিধা দেয়া হচ্ছে।
বিতর্কিত যেসব বিষয়
কল্যাণ-ভাতা গ্রহীতাদের জন্য
লেবার বিভিন্ন বয়সের কর্মী এবং শিক্ষার্থীদের পেমেন্টে সীমিতভাবে বাড়িয়েছে, যা হচ্ছে জীবনযাত্রার ব্যয় নিয়ে সঙ্কটের প্রতিক্রিয়া।
যারা সেপ্টেম্বরের শেষ থেকে সপ্তাহে ২০ ডলার বা প্রতিদিন ২.৮৬ ডলার বেশি পাবেন তারা হলেন:
- চাকরিপ্রার্থী
- ইয়ুথ এলাউয়েন্স গ্রহীতা
- পার্টনারড প্যারেন্টস পেমেন্ট গ্রহীতা
- অসস্টাডি পেমেন্ট গ্রহীতা
- এবসস্টাডি পেমেন্ট গ্রহীতা
- ইয়ুথ ডিস্যাবিলিটি সাপোর্ট পেনশন গ্রহীতা
- দ্য স্পেশাল বেনিফিট পেমেন্ট গ্রহীতা
তবে এর বাইরে ৫৫-ঊর্ধ্ব ব্যক্তি এবং গৃহহীন ও দরিদ্র নারীরা পাক্ষিক ৯২.১ ডলার অতিরিক্ত পাবে।
তবে অধিকার কর্মীরা বলছেন এই পেমেন্ট ত্রাণটি এখনও অনেক কম। অস্ট্রেলিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সার্ভিস সপ্তাহে ৪৭৬ ডলার করে দেয়ার আহ্বান জানিয়েছে।

বাড়ি ভাড়া
ক্রমবর্ধমান বাড়ি ভাড়া বৃদ্ধি মেটাতে সংগ্রামরত নিম্ন আয়ের ভাড়াটিয়ারা সামান্য স্বস্তি পাবেন।
কমনওয়েলথ রেন্ট এসিস্টেন্স পেমেন্ট ১৫ শতাংশ বৃদ্ধি পাবে, যার অর্থ কোনো সন্তানহীন একক ব্যক্তি প্রতি সপ্তাহে ৯০.৩৯ পর্যন্ত পাবেন - যা প্রতি সপ্তাহে অতিরিক্ত ১১.৭৯ ডলার।

ফ্যামিলি ট্যাক্স বেনিফিট-এর ক্ষেত্রে তিন সন্তান সহ একজন দম্পতি বার্ষিক আরও ৮০০ ডলার বা প্রতি সপ্তাহে প্রায় ১৫ ডলার পাবেন।
ছোট ফার্মেসির মালিকরা
কিছু ফার্মেসির মালিক ওষুধ কেনার নিয়ম পরিবর্তনের কারণে ক্ষুব্ধ।
ফার্মেসি থেকে রোগীরা শীঘ্রই একটি প্রেসক্রিপশনের মূল্যে দুই মাসের সমান ওষুধ অর্ডার করতে পারেন।
কিন্তু ফার্মেসি লবিগুলো বলছে এতে অনেক ছোট ব্যবসা বন্ধ হয়ে যাবে। অবশ্য স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার স্বীকার করেছেন যে কিছু পরিবর্তন চ্যালেঞ্জিং হবে।
তবে, প্রায় ছয় মিলিয়ন রোগী এতে লাভবান হবেন, কারণ তাদের ওষুধের খরচ অর্ধেক হয়ে যাবে এবং তাদের ফার্মেসিতে কম যেতে হবে।
যারা লাভবান হচ্ছেন
অনূর্ধ্ব ১৬ ও প্রবীণ জিপি রোগী
অনূর্ধ্ব ১৬ বছর বয়সী, পেনশনভোগী এবং অন্যান্য কনসেশন কার্ডধারীদের জন্য জিপি ভিজিটের জন্য বাল্ক বিলিং তিনগুণ হবে।
এর অর্থ হল ১১ মিলিয়নেরও বেশি লোক ডাক্তার দেখাতে পারবেন বিনা ফী'তে।
সমস্ত টেলিহেলথ পরামর্শ ২০ মিনিট পর্যন্ত অন্তর্ভুক্ত করা হবে।

একক বাবা বা মা
একক পিতা বা মাতারা যারা আর্থিক সংগ্রাম করছেন তাদের পেমেন্ট শিশুর বয়স আটের পরিবর্তে ১৪ বছর না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
তার মানে প্রায় ৫৭,০০০ অভিভাবক জব সিকারের চেয়ে বেশি হারে আরও ছয় বছর পেমেন্ট পাবেন, যার পরিমাণ পাক্ষিক অতিরিক্ত ১৭৬.৯০ ডলার।
বাড়ির মালিক
আপনার বাড়িতে সোলার প্যানেল বা ডাবল-গ্লাজড জানালা লাগানো খুব শীঘ্রই সস্তা হতে পারে।
জ্বালানি শক্তির ব্যবহার উন্নত করে বাড়ি সংস্কার করার জন্য স্বল্প খরচের ঋণ দিতে লেবার নতুন ১.৩ বিলিয়ন ডলার তহবিল প্রতিষ্ঠা করবে।
পারিবারিক এবং যৌন সহিংসতা পরিষেবা
স্টেট ও টেরিটোরির সাথে একটি জাতীয় অংশীদারিত্বের মাধ্যমে চাপে থাকা ফ্রন্টলাইন পরিষেবাগুলি দুই বছরে অতিরিক্ত ১৫৯ মিলিয়ন ডলার পাবে।
পারিবারিক সহিংসতা থেকে পালিয়ে আসা মহিলাদের জন্য একটি ট্রায়াল পেমেন্ট ২০২৫ সালের প্রথম দিকে বাড়ানো হবে। এছাড়া পারিবারিক আদালত ব্যবস্থা, জরুরী বাসস্থান পরিষেবা এবং আর্লি ইন্টারভেনশন খাতে তহবিল দেওয়া হবে।
বিত্তশালী অস্ট্রেলিয়ান
লেবার তৃতীয় ধাপের কর রেয়াত অক্ষত রেখেছে, এতে অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিরা এখনও উপকৃত হবেন। এজন্য দশ বছরে ২০০ বিলিয়ন ডলারের বেশি খরচ হবে।
প্রাক্তন কোয়ালিশন সরকার এটি প্রবর্তন করে এবং লেবার সমর্থন করে। তবে এই ট্যাক্স কাট জীবনযাত্রার ব্যয়ের চাপে পড়া কম আয়ের পরিবারগুলির সাথে সাংঘর্ষিক বলে ধারণা করা হচ্ছে।

যারা ক্ষতিগ্রস্ত হবেন
ভিসা আবেদনকারী
ভিসার জন্য আবেদন আরো ব্যয়বহুল হতে যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের আবেদনকারীরা ব্যতীত সকল আবেদনের খরচ জুলাই থেকে কমপক্ষে ৬ শতাংশ বৃদ্ধি পাবে।

তার মানে পর্যটকদের ৪০ ডলার (পুরো আবেদন ফী ১৯০ ডলার), ব্যাকপ্যাকিং ভিসার জন্য ১৩০ (পুরো আবেদন ফী ৬৪০ ডলার), এবং শিক্ষার্থীদের ৬৫ ডলার বেশি (পুরো আবেদন ফী ৭১৫ ডলার) দিতে হবে।
বিজনেস ইনোভেশন এবং ইনভেস্টমেন্ট ভিসার ফী ৪০ শতাংশ বৃদ্ধিও পাবে।
সরকার বলছে যে এতে প্রতি বছর ১০০ মিলিয়নেরও বেশি সংগ্রহ করা হবে, যা ভিসা প্রক্রিয়াকরণ ব্যবস্থার উন্নতির জন্য অর্থায়ন করা হবে।
সুপারঅ্যানুয়েশন ব্যালেন্স বেশি হলে
বড় সুপার ব্যালেন্সে উচ্চ হারে আয়কর ধার্য করা হবে, তবে এখনই নয়।
সুপারঅ্যানুয়েশন ফান্ডে থাকা অর্থ সাধারণত ভালো ছাড় পায়, যা ১৫ শতাংশ (অবসরকালীন পেনশন অ্যাকাউন্টের ক্ষেত্রে শূন্য শতাংশ)।
কিন্তু লেবার ২০২৫ সালের মাঝামাঝি থেকে ৩ মিলিয়ন ডলারের বেশি যেকোনো ব্যালেন্সের জন্য কর ৩০ শতাংশে উন্নীত করবে।

বহুজাতিক প্রতিষ্ঠান
অস্ট্রেলিয়ায় কাজ করা আন্তর্জাতিক কর্পোরেশনগুলির জন্য ফাঁকগুলোও বন্ধ করা হবে।
১ জানুয়ারী ২০২৪ থেকে বড় আন্তর্জাতিক কর্পোরেশনগুলি ১৫ শতাংশ হারে ন্যূনতম কর দেবে।
তামাক এবং ভ্যাপিং কোম্পানি
নিকোটিন পণ্য আরও ব্যয়বহুল, কম আকর্ষণীয় বা নিষিদ্ধ করা হবে।
বাজেটে সিগারেটের উপর ৫ শতাংশ কর বৃদ্ধি অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি প্যাকেটের গড় মূল্য প্রায় ৫০ ডলারে এ নিয়ে যাচ্ছে। এতে ৩ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব বাড়াবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া সমস্ত নন-প্রেসক্রিপশন এবং একক-ব্যবহারের ভ্যাপগুলোর উপর নিষেধাজ্ঞা আসবে।
তবে মেডিক্যাল নির্দেশিত ভ্যাপ হবে ফ্লেভারবিহীন এবং ফার্মাসিউটিক্যাল প্যাকেজিংয়ে মতো বিপণন করতে হবে।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
