গুরুত্বপূর্ণ দিকগুলো
- ফেডারেল বাজেটকে এক ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা মোকাবেলা করতে হচ্ছে
- বাজেটে বিদ্যুতের মূল্য পরবর্তী আর্থিক বছর পর্যন্ত আরও ৫০ শতাংশ এবং গ্যাসের মূল্য ৪৪ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে
- বিনা বেতনে টেইফ (TAFE) কোর্স এবং বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধিসহ দক্ষ কর্মীর সংখ্যা বাড়াতে ১ বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা
ড. চালমার্স তার প্রথম বাজেটটি নিয়মিত সময়ের বাইরে ঘোষণা করেছেন, যাতে নতুন লেবার সরকার আগামী বছরের মে মাসে পরবর্তী ফেডারেল বাজেটের আগে তাদের নিজস্ব নীতি নির্ধারণ করতে সক্ষম হয়।
তিনি বলেন যে একটি অবনতিশীল বৈশ্বিক প্রেক্ষাপট অস্ট্রেলিয়ানদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে, ফলে উচ্চ মুদ্রাস্ফীতি, জ্বালানি মূল্য এবং ক্রমবর্ধমান সুদের হার বৃদ্ধি, এর সবই অর্থনীতিকে প্রভাবিত করছে। এবং অস্ট্রেলিয়ার জন্য এমন একটি বাজেট প্রয়োজন যা দৃঢ়, সংবেদনশীল এবং বর্তমান পরিস্থিতির জন্য উপযুক্ত।
ট্রেজারার বলেন যে বাজেটকে এক ট্রিলিয়ন ডলার ঋণের বোঝা এবং ক্রমাগত কাঠামোগত ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে।
তিনি বলেন, এতে কম খরচে চাইল্ড কেয়ার, ওষুধ, বেতনসহ প্যারেন্টাল লিভ স্কিম বাড়ানো, আরও সাশ্রয়ী আবাসনের বিষয়গুলোতে লক্ষ রাখা হয়েছে।
বাজেটটি ৭.৫ বিলিয়ন ডলারের প্যাকেজ, যেটি মানুষকে কিছু অর্থ ফেরত দেবে, উৎপাদনশীলতা বাড়াবে এবং অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাবে - তবে এটি সাবধানে এবং সময়োপযোগী করে বাস্তবায়ন করা হবে, যাতে মুদ্রাস্ফীতির উপর অতিরিক্ত চাপ এড়াতে পারে, বলেন তিনি।
ট্রেজারার বলেন যে লেবার সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট দিয়েছে।
সংবিধানে ফার্স্ট নেশনস ভয়েস অন্তর্ভুক্ত করতে এবং সরকারের আস্থা ও সততা ফেরাতে একটি জাতীয় দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার জন্য গণভোটের কথা বলা হয়েছে বাজেটে।
এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাশ্রয়ী নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, রিজিওনাল এলাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর কথাও রয়েছে।
আরো দেখুন

কেমন হলো এবারের ফেডারাল বাজেট?
ড. চালমার্স বলেন যে এই বাজেটে রিজিওনাল, দুর্গম এবং প্রাকৃতিক দুর্যোগ-প্রবণ এলাকায় পরিবহন ব্যবস্থা, এনবিএন সুবিধার প্রসার এবং উন্নত মোবাইল ফোন কভারের জন্য ব্যয় বরাদ্দ রাখা হয়েছে।
তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাজেট ঘাটতি কমে এখন ৩৬.৯ বিলিয়ন ডলারের পূর্বাভাস দেওয়া হয়েছে - যা আগে ছিল ৪১.১ বিলিয়ন ডলার।
'মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে এই বাজেটে ব্যয় বৃদ্ধি সীমিত করতে হবে, এবং অবশ্যই বিনিয়োগের উপর ফোকাস করতে হবে যাতে অর্থনীতির সক্ষমতা বৃদ্ধি পায়।'
বাজেটের মূল দিকগুলো
বিদ্যুৎ ও গ্যাস - বাজেটে পূর্বাভাস দেওয়া হয়েছে যে বিদ্যুতের দাম ক্রিসমাসের মধ্যে ২০ শতাংশ বাড়বে এবং পরবর্তী আর্থিক বছরে আরও ৩০ শতাংশ বাড়বে।
আগামী ১৮ মাসে গ্যাসের দামও ৪৪ শতাংশ বাড়বে।
মজুরি - ট্রেজারার মনে করেন, প্রকৃত মজুরি কমতে থাকবে কারণ মুদ্রাস্ফীতির হার বছর শেষে প্রায় ৮ শতাংশে পৌঁছাবে।
এনডিআইএস - প্রতিবন্ধী খাতে তিন বছরের জন্য বরাদ্দ ৪৩৭.৪ মিলিয়ন ডলার।
প্রবীণ নাগরিক - কমনওয়েলথ সিনিয়র হেলথ কার্ডের যোগ্যতার জন্য সর্বনিম্ন আয় একজনের জন্য ৬১, ২৮৪ ডলার থেকে বাড়িয়ে ৯০,০০০ ডলার এবং দম্পতিদের জন্য সম্মিলিত ন্যুনতম আয় ৯৮,০৫৪ ডলার থেকে বাড়িয়ে ১৪৪,০০০ ডলার করা হচ্ছে।
এজন্য সরকারের ব্যয় হবে চার বছরে ৬৯.৬ মিলিয়ন ডলার।

ফার্স্ট নেশনস ভয়েস - পার্লামেন্টে ফার্স্ট নেশনস ভয়েস অন্তর্ভুক্ত করতে গণভোটের প্রস্তুতির জন্য সরকার ৭৫.১ মিলিয়ন ডলার দিচ্ছে।
এসবিএস/এবিসি - বাজেটে জাতীয় সম্প্রচার সংস্থা এসবিএস এবং এবিসি'র জন্য চার বছরে ৮৪.২ মিলিয়ন ডলার বরাদ্দ থাকছে।
মাল্টিকালচারাল ও মাইগ্র্যান্ট কমিউনিটি - সরকার বলেছে যে সামাজিক সংহতি জোরদার করতে অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতি নীতি পর্যালোচনা করতে দুই বছরে ১ মিলিয়ন বরাদ্দ করবে।
অ্যাডাল্ট মাইগ্রেন্ট ইংলিশ প্রোগ্রামের জন্য এবং শিক্ষার্থীদের কেস ম্যানেজমেন্ট সাপোর্ট বাড়াতে চার বছরে ২০ মিলিয়ন ডলার খরচ হবে।
এবং আরও তরুণ অস্ট্রেলিয়ানদের দ্বিতীয় ভাষা শিখতে সহায়তা করার জন্য একটি কমিউনিটি ল্যাঙ্গুয়েজ স্কুল গ্রান্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা করতে চার বছরে ১৮.২ মিলিয়ন ডলার ব্যয় করা হবে।
ক্ষুদ্র ব্যবসা - সরকার ছোট ব্যবসার মালিকদের জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্য এবং আর্থিক পরামর্শ সহায়তা বাড়াতে দুই বছরে ১৫.১ মিলিয়ন ডলার দেবে।
প্যাসিফিক অঞ্চলে অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ট্রেলিয়ার অংশীদারিত্ব জোরদার করতে, আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতা, দ্বীপদেশগুলির সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা গভীর করার কথা বলা হয়েছে এই বাজেটে।
অভিবাসন - সরকার দীর্ঘমেয়াদী প্যাসিফিক অস্ট্রেলিয়া লেবার মোবিলিটি (PALM) প্রকল্পের আওতায় কর্মীদের স্বামী-স্ত্রী বা পার্টনার এবং সন্তানদের অস্ট্রেলিয়ায় আনার অনুমতি দেবে।
এছাড়া সরকার প্রশান্ত মহাসাগরীয় দেশগুলি থেকে অস্ট্রেলিয়ায় স্থায়ী অভিবাসন সংখ্যাও বাড়াতে চাইছে।
১ জুলাই ২০২৩ থেকে পার্মানেন্ট মাইগ্রেশন প্রোগ্রামে অতিরিক্ত ৩,০০০ ভিসা দেয়া হবে।
বিনা বেতনে টেইফ (TAFE) কোর্স এবং বিশ্ববিদ্যালয়ে আসন বৃদ্ধি - বিভিন্ন স্টেট এবং টেরিটরির পাশাপাশি ফেডারেল সরকার ফী ছাড়া টেইফ (TAFE) কোর্স এবং ভোকেশনাল এডুকেশনের জন্য ১ বিলিয়ন বিনিয়োগ করবে।
ডিজিটাল অর্থনীতির জন্য দক্ষ কর্মী সৃষ্টি, আরও যোগ্য শিক্ষক নিয়োগ, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী দুই বছরে ২০,০০০ নতুন আসনের ব্যবস্থা করতে এই ব্যয় বরাদ্দ করা হচ্ছে।
যে কর্মসূচি বাতিল হচ্ছে - কোয়ালিশন জোটের ২০২২-২৩ মার্চের বাজেটে ঘোষিত অস্ট্রেলিয়ান ফিউচার লিডারস প্রোগ্রামের জন্য অর্থায়ন বাতিল করছে বর্তমান বাজেট।
ফেডারেল সরকারের এই বাজেট কী সমস্ত অস্ট্রেলিয়ানদের সহায়তা করবে?
সরকারের বহুসংস্কৃতি নীতির প্রেক্ষিত পর্যালোচনা করতে দুই বছরে যে ১ মিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দেয়া হয়েছে তা স্বাগত জানান সাবেক লেবার রাজনীতিবিদ কার্লো কার্লি। তিনি এখন অস্ট্রেলিয়ার ফেডারেশন অফ এথনিক কমিউনিটি কাউন্সিলের চেয়ারম্যান।
তবে তিনি প্রশ্ন করেন যে এই অর্থ কোথায় কোথায় ব্যয় হবে তা গুরুত্বপূর্ণ।
আলবেনিজি সরকার অস্ট্রেলিয়ার স্থায়ী অভিবাসন কর্মসূচিও বাড়াচ্ছে এবং ভিসা ব্যাকলগ কমানোর প্রত্যাশা করছে।

এবিষয়ে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জনসংখ্যাবিদ ড. লিজ অ্যালেন বলেন যে, সরকারকে বিদেশে অস্ট্রেলিয়ার ব্র্যান্ড পুনর্নির্মাণের জন্য অনেক কাজ করতে হবে, বিশেষ করে যখন প্রাক্তন প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় অভিবাসীদের নিজ নিজ বাড়িতে চলে যেতে বলেছিলেন।
অফশোর প্রসেসিং সেন্টার রক্ষণাবেক্ষণ এবং শরণার্থীদের সহায়তার জন্য চার বছরে অতিরিক্ত ৫৭৬ মিলিয়ন ডলার দেয়া হবে।
এ প্রসঙ্গে ড. অ্যালেন বলেন যে, এটি হতাশাজনক যে অস্ট্রেলিয়া শরণার্থী ইস্যুতে পিছিয়ে পড়েছে।
ফেডারেল বাজেটে ফার্স্ট নেশনস খাতের বরাদ্দ প্রসঙ্গে ন্যাশনাল অ্যাবোরিজিনাল অ্যান্ড টরে' স্ট্রেইট আইল্যান্ডার লিগ্যাল সার্ভিসেসের জেমি ম্যাক-কোনাচি বলেন যে সেক্টরটি এখনও হতাশ।
তিনি বলেন, 'এই বাজেটে অ্যাবোরিজিনাল অ্যান্ড টরে' স্ট্রেইট আইল্যান্ডারদের আইনী পরিষেবাগুলিকে বিবেচনা করা হয়নি। তাই, তহবিলের অভাবে অনিবার্যভাবে আদিবাসী আইনি পরিষেবাগুলির উপর চাপ অব্যাহত থাকবে।
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার
সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে














