Feature

বিজেপি বিরোধী জোট হলো না, পশ্চিমবঙ্গে একাই লড়বেন মমতা

ভারতের সাধারণ নির্বাচনে কেন্দ্রের শাসকদল বিজেপিকে হারাতে সমস্ত বিরোধী দলগুলোকে নিয়ে এক সঙ্গে 'ইন্ডিয়া জোট' গঠনের উদ্যোগ নিয়েছিলেন যিনি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়, নিজের রাজ্য পশ্চিমবঙ্গে একলা চলার সিদ্ধান্ত নিলেন।

Mamata Bandyopadhyay 1.jpg

Mamata Banerjee has announced that the Trinamool Congress will field candidates in all the 42 seats in the state. Credit: Partha Mukhopadhyay

যে ইন্ডিয়া জোটের নামটাও তাঁর দেওয়া বলে দাবি করা হয়, সেই জোটের সঙ্গী কংগ্রেস -বাম দলগুলোকে কার্যত গুরুত্ব না দিয়ে রাজ্যের ৪২ টি আসনের সবকটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সব আসনে প্রার্থীদের নামও ঘোষণা করে দিয়েছেন। আর সেখানেই দেখা যাচ্ছে মহিলাদের জন্যে ৫০ শতাংশ আসন সংরক্ষণের দাবি জানানো তৃণমূল কংগ্রেস নেত্রী এবার ২৯ শতাংশ মহিলা প্রার্থী দিয়েছেন, গতবারের চেয়ে যা অনেকটাই কম।

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় বড় চমক আছে বাদ গেছেন সাত সাংসদ। বাংলা ছবির দুই নায়িকা নুসরত জাহান, মিমির মতো তারকা সাংসদ পাননি দলের ভোটের টিকিট।

মিমি সম্প্রতি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মিমি আগেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি ঠিকই। তবে চব্বিশের যুদ্ধে আস্থাও রাখেননি।

মিমির পরিবর্তে যাদবপুর লোকসভা কেন্দ্রে যুবনেত্রী সায়নী ঘোষকে বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। গল্ফগ্রিনের বাসিন্দা সায়নীও বেশ কয়েকটি ছবি এবং টেলিভিশন সিরিয়াল বা সোপে অভিনয় করেছেন।

আর সীমানা লাগোয়া বসিরহাটের বর্তমান সাংসদ নুসরত জাহান যে টিকিট পাচ্ছেন না তা মোটের উপর স্পষ্টই ছিল। রাজনৈতিক মহলের মতে, নুসরত গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতলেও জনপ্রতিনিধি হয়ে উঠতে পারেননি।তাই নিজের সংসদীয় এলাকায় তেমন কোনও কাজ করেননি।

সম্প্রতি সন্দেশখালি কাণ্ডের পরেও নিজের সংসদীয় এলাকায় দেখা যায়নি নুসরত জাহানকে।পরিবর্তে সোশাল মিডিয়ায় বেশি সক্রিয়। এবার তাই আর টিকিট পাননি নুসরত।
চব্বিশের লোকসভা ভোটের লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন টেলিভিশনের পরিচিত মুখ, দিদি নং ১ রচনা বন্দ্যোপাধ্যায়। ১৪ বছর ধরেটেলিভিশনে দিদি নং ১ শো করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি কেন্দ্র থেকে গেরুয়া প্রার্থী, আরেক সেলিব্রিটি লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন রচনা। রবিবার ব্রিগেড সমাবেশ থেকে তাঁর নাম ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে টানা ১০ বছর ধরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ রয়েছেন দীপক অধিকারী তথা বাংলা ছবির সুপারস্টার দেব।

ওদিকে, ক্রিকেটের ২২গজ থেকে সোজা রাজনীতির ময়দানে ইউসুফ পাঠান। আর তাঁর এই নতুন পথচলাকে স্বাগত জানিয়েছেন খোদ শচীন তেণ্ডুলকর। ফোন করে তারকা অলরাউন্ডারকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
Mamata Bandyopadhyay 5.jpg
Trinamool Congress has released the list of candidates for the 24th Lok Sabha elections from Brigade Parade Ground, the largest assembly ground in eastern India. Credit: Partha Mukhopadhyay
কলকাতা তথা বাংলার সঙ্গে ইউসুফ পাঠানের যোগাযোগ দীর্ঘদিনের। আইপিএলে কেকেআরের জার্সিতে বহু ম্যাচে ত্রাতা হয়ে উঠেছিলেন ইউসুফ। বরোদায় জন্ম হলেও বাংলার ইডেন গার্ডেন্স তাঁর চেনা মাঠ। কংগ্রেসের লোকসভার নেতা অধীর চৌধুরীর বহরমপুরে তৃণমূলের টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন ইউসুফ পাঠান। তৃণমূলের জনগর্জন ব্রিগেড সমাবেশে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব়্যাম্পে হাঁটতে দেখা গিয়েছে ইউসুফকে। জনতার উদ্দেশে হাত নাড়ান তিনি।

আরেকজন বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন। তিনি কীর্তি আজাদ। এর আগে তিনবার বিজেপির হয়ে সাংসদ থাকা কীর্তি এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শিল্পাঞ্চল দুর্গাপুরে। তার পাশের আসন আসানসোলের প্রার্থী, হিন্দি সিনেমার বিহারীবাবু, শত্রুঘ্ন সিনহা। কীর্তির মতো তারও শিকড় পাশের রাজ্যে, বিহারে।

ফলে নরেন্দ্র মোদী বা অমিত শাহ পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে এলে তৃণমূল তাঁদের বহিরাগত বলে বর্ণনা করে। 'এবার কি বলবে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়', জানতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিকে গত লোকসভা নির্বাচনে সুজাতা মণ্ডল প্রায় একার জোরে প্রচার করে জিতিয়েছিলেন স্বামী সৌমিত্র খাঁকে। পাঁচ বছরে বদলে গিয়েছে অনেক কিছু। বদলেছে দল। বদলে গিয়েছে সম্পর্ক। আসন্ন লোকসভা নির্বাচনে সেই আসনে এ বার বিজেপি সাংসদ তথা প্রাক্তন স্বামী সৌমিত্রের বিরুদ্ধে লড়তে চলেছেন । তৃণমূল তাঁকেই টিকিট দিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে।
রাজনৈতিক মহল সুজাতা পরিচিত ছিলেন সৌমিত্রের স্ত্রী হিসাবে। ২০১৬ সালের জুলাই মাসে বড়জোড়ার বাসিন্দা সুজাতার সঙ্গে বিয়ে হয় সৌমিত্রের। তিনি তখন বিষ্ণুপুরের তৃণমূলের সাংসদ। ২০১৯ সালে সৌমিত্র যোগ দেন বিজেপিতে। তখন সুজাতাও যোগ দেন সেই দলে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে আদালতের নির্দেশে নিজের এলাকায় যেতেই পারেননি সৌমিত্র। একা হাতে প্রচার সামলেছিলেন সুজাতা। জেতেন সৌমিত্র। পরে নিজের জয়ের কৃতিত্ব সুজাতাকেই দিয়েছিলেন বিজেপির সাংসদ। এবার প্রাক্তন স্বামী -স্ত্রী লোকসভার ভোটের ময়দানে পরস্পরের বিরুদ্ধে লড়বেন।

সব মিলিয়ে ৫ বছরের মধ্যে ৪২ আসনে ২৬ জনই তৃণমূল কংগ্রেসের নতুন মুখ। অর্থাৎ ৫০ শতাংশের বেশি নতুন।তার মধ্যে ১০ জন একেবারেই আনকোরা, ১১ জন বিধায়ক।এবং বাকি ৫ জন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ফিরে পেয়েছেন লোকসভা ভোটের টিকিট।

পূর্ব ভারতের সবচেয়ে বড় সভার মাঠ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের ৪২টি আসনের প্রার্থী ব্রিগেডের মঞ্চে হেঁটেছেন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio


Share

Published

By Partha Mukhopadhyay
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand