ছুটির মৌসুম শেষ হয়ে গেলেও অস্ট্রেলিয়ার টেনিস ভক্তদের জন্য উৎসব যেন এখনই শুরু।
এই মাসে মেলবোর্ন পার্কে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ১১৪তম আসর, যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা তারকা ও সম্ভাবনাময় খেলোয়াড়রা আইকনিক নীল কোর্টে নিজেদের সেরাটা দিতে লড়াই করছেন।
শীর্ষস্থানীয় পুরুষ খেলোয়াড় কার্লোস আলকারাজ এবং ইয়ানিক সিনার প্রস্তুতি শুরু করতে ইতিমধ্যেই মেলবোর্নে পৌঁছে গেছেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা আলকারাজ ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হলেও মেলবোর্নে কখনোই কোয়ার্টার-ফাইনালের বেশি এগোতে পারেননি। অন্যদিকে বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা সিনার ২০২৪ ও ২০২৫ সালের সাফল্যের পর টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে নামছেন।
তারা দুজনই বলছেন, এই টুর্নামেন্টে একে অপরকে চ্যালেঞ্জ জানাতে মুখিয়ে আছেন।
বিশ্ব র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা নোভাক জোকোভিচ, যিনি সর্বোচ্চ ১০টি পুরুষ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার রেকর্ডধারী, তরুণ খেলোয়াড়দের চ্যালেঞ্জ করে সেই কৃতিত্ব আরও বাড়াতে চাইবেন।
অস্ট্রেলিয়ান ওপেন হলো প্রতিবছর অনুষ্ঠিত চারটি বড় টেনিস টুর্নামেন্টের (গ্র্যান্ড স্ল্যাম সিরিজ) প্রথমটি। বাকি তিনটি হলো, প্যারিসে ফ্রেঞ্চ ওপেন, লন্ডনে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ এবং নিউইয়র্কে ইউএস ওপেন।
এই টুর্নামেন্টে পুরুষ ও নারী একক ও দ্বৈত, মিক্সড ডাবলস, জুনিয়র চ্যাম্পিয়নশিপ, হুইলচেয়ার ইভেন্ট, প্রদর্শনী ম্যাচসহ নানা ধরনের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকে।
এ বছর মোট পুরস্কার অর্থের পরিমাণ ১১১.৫ মিলিয়ন ডলার, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ—২০২৫ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি।
সোমবার, ১২ জানুয়ারি থেকে শুরু হয়েছে উদ্বোধনী সপ্তাহ, যেখানে শত শত কম র্যাঙ্কিংয়ের খেলোয়াড় মূল ড্রতে জায়গা করে নিতে বাছাইপর্বে অংশ নিচ্ছেন।
মূল ড্র শুরু হবে রবিবার, ১৮ জানুয়ারি এবং চলবে দুই সপ্তাহ ধরে।
গত বছর ম্যাডিসন কিস নারী এককের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছিলেন—৩০ বছর বয়সী এই খেলোয়াড়ের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা ছিল সেটি।
বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থাকা এই মার্কিন খেলোয়াড় বলছেন, টেনিস অনিশ্চিত হলেও তিনি শিরোপা ধরে রাখার আশায় আছেন।
বর্তমান চ্যাম্পিয়নের ঠিক পেছনেই আছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বর নারী খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা যিনি গত বছরের ফাইনালে অল্পের জন্য হেরে যান।
বেলারুশের এই খেলোয়াড় চলতি মাসের শুরুতে ব্রিসবেন ইন্টারন্যাশনাল শিরোপা জিতেছেন এবং সেই ছন্দ অস্ট্রেলিয়ান ওপেনেও ধরে রাখতে চান।
বিশ্ব র্যাঙ্কিংয়ে চার নম্বরে থাকা এবং বর্তমান ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন কোকো গফও অস্ট্রেলিয়ায় জোরালোভাবে মৌসুম শুরু করতে চান। তিনি চ্যানেল নাইনকে জানিয়েছেন, এ জন্য তিনি কঠোর অনুশীলন করেছেন।
এ বছর নজরে রাখার মতো আরেকটি বড় নাম হলো পোল্যান্ডের ইগা শ্ভিয়ন্তেক। তিনি গত বছর উইম্বলডন জিতেছেন এবং বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছেন।
আর অস্ট্রেলিয়ার স্থানীয় আশা বলতে গেলে সবার আগে আসবে পুরুষদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা অ্যালেক্স ডি মিনর ।
সম্প্রতি ভালো ফর্মে থাকা ডি মিনর ইউনাইটেড কাপে সিডনিতে নিজ দেশের মাটিতে পোল্যান্ডের হুবার্ট হুরকাচকে হারিয়েছেন।
অস্ট্রেলিয়ান ওপেনের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, গত বছর কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর পর এ বছর তিনি নিজেকে শিরোপার দাবিদার হিসেবে দেখছেন।
উদীয়মান তারকা মায়া জয়েন্ট আরেকজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়, যাঁর দিকে নজর রাখা হচ্ছে। ১৯ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৪ সালে বিশ্ব র্যাঙ্কিংয়ে ছিলেন ৬৮৪ নম্বরে, কিন্তু ২০২৫ সালের শেষ নাগাদ উঠে এসেছেন ৩২ নম্বরে।
এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে তিনি সিডেড খেলোয়াড় হওয়ার নিশ্চয়তা পেয়েছেন, অর্থাৎ অন্তত তৃতীয় রাউন্ড পর্যন্ত তাঁকে কোনো উচ্চ র্যাঙ্কিংয়ের খেলোয়াড়ের মুখোমুখি হতে হবে না—যা তাঁকে টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার ভালো সুযোগ দিচ্ছে।
অস্ট্রেলিয়ার হয়ে শীর্ষ ১০০–এর মধ্যে থাকা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন নারী এককে দারিয়া কাসাতকিনা ও আলজা টমলিয়ানোভিচ, এবং পুরুষ এককে অ্যালেক্সেই পপিরিন ও অ্যাডাম ওয়ালটন।
আপনি যদি অস্ট্রেলিয়ান ওপেন দেখতে চান, তাহলে চ্যানেল ৯ ও তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম 9Now–এ সরাসরি ও বিনামূল্যে খেলা উপভোগ করতে পারবেন। পাশাপাশি স্ট্যান স্পোর্টেও সব ম্যাচ লাইভ ও অন-ডিমান্ড দেখা যাবে।
ফিচারটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ারে।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।
এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন।
ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









