২০২৫ সালের ফেডারেল নির্বাচন ৩ মে, শক্ত প্রতিদ্বন্দ্বিতায় লেবার এবং কোয়ালিশন

ELECTION25 GRAPHICS

A combination diptych created on Thursday, March 20, 2025 of Leader of the Opposition Peter Dutton and Prime Minister Anthony Albanese. Source: AAP / RICHARD WAINWRIGHT/AAPIMAGE

২০২৫ সালের ফেডারেল নির্বাচন এখন ঘোষণা করা হয়েছে। তারিখ নির্ধারিত হয়েছে ৩ মে শনিবার। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি এই ঘোষণা করেছেন।


মি. আলবানিজি শুক্রবার ২৮ মার্চ সকালে গভর্নর-জেনারেল সামান্থা মোস্টিনকে তার ভোট আহ্বানের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেছেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়ার অনুরোধ করেন।

মি. আলবানিজি বলছেন, "আমি গভর্নর-জেনারেলের সাথে দেখা করেছি, এবং তিনি আমার পরামর্শ গ্রহণ করেছেন যে নির্বাচন শনিবার, ৩ মে, ২০২৫-এ অনুষ্ঠিত হবে।"

আগামী পাঁচ সপ্তাহের নির্বাচনী প্রচারণায়, লেবার এবং কোয়ালিশন শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। জনমত জরিপগুলো এখনো পর্যন্ত দেখাচ্ছে যে আগের বছরগুলোর তুলনায় অনেক ভোটার এখনো কোন সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন।

সরকার গঠনের জন্য কোয়ালিশনকে বর্তমান আসন সংখ্যার চেয়ে ১৯টি বেশি আসন জিততে হবে, অন্যদিকে লেবার যদি মাত্র তিনটি আসন হারায়, তবে তারা সংখ্যালঘু সরকার গঠনে বাধ্য হতে হবে।

মি. আলবানিজি বলেছেন, অস্ট্রেলিয়ান জনগণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

তিনি বলছেন, "এই নির্বাচন ভোটারদের বেছে নেওয়ার সুযোগ—লেবারের উন্নয়ন অব্যাহত রাখার পরিকল্পনা নাকি পিটার ডাটনের কাটছাঁটের প্রতিশ্রুতি। এটি আপনার সিদ্ধান্ত। আপনার চাকরি, আপনার মজুরি, আপনার সন্তানের শিক্ষা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, এই জিনিসটি—আপনার মেডিকেয়ার কার্ড। সবই আপনার হাতে।"
এদিকে প্রধানমন্ত্রী পদে মি. আলবানিজির মূল প্রতিদ্বন্দ্বী লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন বা জোট নেতা পিটার ডাটন পার্লামেন্টে তার বাজেট বক্তৃতায় অস্ট্রেলিয়ানদের উদ্দেশে তার পরিকল্পনা উপস্থাপন করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অভিবাসন, আবাসন, স্বাস্থ্য এবং সম্প্রদায়ের নিরাপত্তার ওপর গুরুত্ব দেবেন।

মি. ডাটন জ্বালানি মূল্য হ্রাস পরিকল্পনার জন্য আগামী ১২ মাসের জন্য জ্বালানি শুল্ক অর্ধেক কমিয়ে দেবেন বলে ঘোষণা দেন।

পার্লামেন্ট ভেঙে দেয়ায় এখন কী ঘটবে?

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রাহাম অর বলেন, "এর মানে এখন যারা এমপি আছেন, তারা যদি আবার প্রার্থী হন তাহলে প্রচারে যেতে পারবেন, তবে তারা আর তাদের সংসদ পদে নেই।"

এখন সংসদের স্বাভাবিক কার্যক্রম শেষ হবে এবং নির্বাচনী নির্দেশনা জারি করা হবে - যা মূলত গভর্নর-জেনারেল অস্ট্রেলিয়ান ইলেক্টোরাল কমিশন বা এইসি (AEC)-কে কাজ শুরু করার নির্দেশ দেওয়ার একটি আনুষ্ঠানিক পদ্ধতি।

পরবর্তী এক মাসের মধ্যে কমিশন নির্বাচন পরিচালনা করবে।

এইসি -এর ডেপুটি ইলেক্টোরাল কমিশনার ক্যাথ গ্লিসন বলেছেন, এটি ভোটার তালিকা চূড়ান্ত করার মাধ্যমে শুরু হবে।

তিনি বলছেন, আমরা সমস্ত অস্ট্রেলিয়ান নাগরিককে অনুরোধ করছি যেন তারা তাদের নাম নিবন্ধন এবং ঠিকানা আপডেট করে নেন।"

এর মানে, যদি এটি আপনার প্রথম নির্বাচন হয়, অথবা যদি আপনি সম্প্রতি স্থান পরিবর্তন করেন বা অন্য কোনো তথ্য পরিবর্তন করে থাকেন, তবে আপনাকে এক সপ্তাহের মধ্যে তা আপডেট করতে হবে।
অধ্যাপক অর বলেছেন, সরকার এখন তত্ত্বাবধায়ক অবস্থায় যাবে।

তিনি বলছেন, "প্রধানমন্ত্রী আর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন না। যদি হঠাৎ কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, যেমন মহামারী বা যুদ্ধের পরিস্থিতিতে, তাহলে তাকে বিরোধী নেতার সঙ্গে পরামর্শ করতে হবে।"

এখন প্রচারণা শুরু হবে - যেখানে রাজনৈতিক দল এবং প্রার্থীরা জনগণকে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করবেন।

এর অর্থ, আপনার দরজায় কেউ কড়া নাড়তে পারে, বা আপনার স্থানীয় বাজারে রাজনৈতিক প্রতিনিধি দেখতে পাবেন।

এমনকি, আপনার ডাকবাক্স রাজনৈতিক প্রচারপত্রে ভরে যেতে পারে। এমনকি আপনার "নো জাঙ্ক মেইল" স্টিকার থাকলেও, প্রার্থীরা আপনাকে প্রচার সামগ্রী পাঠাতে পারবেন।

এইসি -এর ডেপুটি ইলেক্টোরাল কমিশনার ক্যাথ গ্লিসন বলছেন, " গুরুত্বপূর্ণ দিন হল নির্বাচনের দিন, এদিন সারা দেশে ৭,০০০-এর বেশি ভোটকেন্দ্র খোলা থাকবে।"

তবে আরও বিকল্প রয়েছে - যেমন ডাকযোগে ভোট দেওয়া, আগাম ভোট, বা বিদেশে দূতাবাস বা হাই কমিশনে ভোট দেওয়া।

এসবিএস আপনাকে ভোট দেওয়ার আগে প্রয়োজনীয় সমস্ত তথ্য দেবে।

আমাদের ‘SBS Our House’ পডকাস্ট অনুসরণ করতে পারেন যেকোনো প্ল্যাটফর্মে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে
পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান

চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস



Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand