Australia Explained: অস্ট্রেলিয়ায় ক্যাম্পিং-এ যাওয়ার সময় যে-বিষয়গুলো খেয়াল রাখবেন

GettyImages-599752459.jpg

Camping under the stars in the Australian outback.

উপকূল থেকে শুরু করে আউটব্যাক পর্যন্ত—ক্যাম্পিং হলো দৈনন্দিন রুটিন থেকে বেরিয়ে এসে অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সহজ ও সাশ্রয়ী এক উপায়। ভালো পরিকল্পনার মানে হলো—কী কী সরঞ্জাম লাগবে, কোথায় যাচ্ছেন, আর সেখানে কী ধরনের পরিবেশ ও আবহাওয়ার মুখোমুখি হতে পারেন, তা আগেই জেনে রাখা।


মূল বিষয়
  • ক্যাম্পিং ট্রিপের জন্য প্রস্তুতির মধ্যে রয়েছে জায়গা, আবহাওয়া, পরিস্থিতি, স্থানীয় ক্রিয়াকলাপ এবং কোন কোন প্রয়োজনীয় সরঞ্জাম নিতে হবে সে-বিষয়ে গবেষণা করা।
  • ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় নিত্যব্যবস্থা থেকে শুরু করে আরাম ও সুবিধা বাড়ানোর জন্য উন্নত নানা সরঞ্জাম—সব মিলিয়ে বাজারে রয়েছে বিপুল বৈচিত্র্যের ক্যাম্পিং সামগ্রী।
  • ভদ্র ও দায়িত্বশীল ক্যাম্পার হওয়া মানে হলো নিজের সব আবর্জনা সঙ্গে করে ফিরিয়ে আনা, আর আশপাশের অন্য ক্যাম্পারদের কথা ভেবে শব্দ ও নিজের আচরণের প্রভাব সম্পর্কে সচেতন থাকা।

অস্ট্রেলিয়ার অপার প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করার অসাধারণ একটি উপায় হচ্ছে ক্যাম্পিংয়ে বেরিয়ে পড়া।

জীবনের গতি একটু কমিয়ে আনার এটা একটা দারুণ সুযোগ— সেই সাথে প্রকৃতির সঙ্গে নতুন করে সংযোগ গড়ে তোলার, আর স্ক্রিন আর দৈনন্দিন ব্যস্ততা থেকে খানিকটা দূরে থাকারও উপায়।

আপনার ভ্রমণটা যেন আরামদায়ক ও স্মরণীয় হয়, সে জন্য আগে থেকে পরিকল্পনা করুন, প্রয়োজনীয় জিনিসপত্র বুঝে প্যাক করুন, আর ক্যাম্প করুন দায়িত্বশীলভাবে—মানুষ ও পরিবেশ, দুটোর প্রতিই সম্মান রেখে।

হাইকার ও আলোকচিত্রী মার্ক পাইবাস একজন নিয়মিত ক্যাম্পার। তাঁর কথায়, ক্যাম্পিংয়ের আকর্ষণটা আসলে খুবই সহজ।

টেন্টওয়ার্ল্ডের মালিক জন বুরেল বলেন, ক্যাম্পিং তাঁকে সবকিছু থেকে একটু দূরে সরে এসে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিতে সাহায্য করে।

কুইন্সল্যান্ড জাতীয় উদ্যানের রেঞ্জার এরিন অ্যাটকিনসন একমত হন যে ক্যাম্পিং এর ফলে বন্যপ্রাণীদের কাছ থেকে দেখা ও কম খরচে ছুটি কাটানো সম্ভব হতে পারে।

মার্ক বলেন,

আগে থেকে ভাল প্রস্তুতি নেয়া একটি দুর্দান্ত ভ্রমণের মূল চাবিকাঠি।
Jon Burrell camping with his family - image credit Jon Burrell.jpg
Jon Burrell camping with his family.

এরিন বলেন, যদি ভিড় থেকে দূরে থেকে নিজস্ব সময় কাটানো পছন্দ করেন তাহলে স্কুলের ছুটির সময় এড়িয়ে চলুন এবং সাবধানে আপনার ভ্রমণের পরিকল্পনা করুন।

জন বলেন, ক্যাম্পিং গিয়ার নেওয়ার ক্ষেত্রে, আপনার প্রথম ভ্রমণের জন্য সহজ কোনো পরিকল্পনা করুন।

এবং সবসময়ই আবহাওয়ার কথা মাথায় রেখে সঙ্গে নেওয়ার জিনিসপত্র গোছগাছ করুন।

মনে রাখবেন, নিত্যদিনের সবকিছু সাথে নেওয়ার দরকার নেই - কেবল প্রয়োজনীয় জিনিসগুলি নিলেই চলবে।

একজন অভিজ্ঞ ক্যাম্পার হিসেবে মার্কের পরামর্শ হচ্ছে, রাতে যেন ভালো ঘুম হয় সে ব্যাপারটি অবশ্যই নিশ্চিত করতে হবে।

Queensland national park ranger Erin Atkinson – image Queensland Parks and Wildlife Service.jpg
Queensland national park ranger Erin Atkinson.

পোকামাকড় প্রতিরোধক, সানস্ক্রিন, একটি প্রাথমিক চিকিত্সা কিট এবং সেখানে গিয়ে করার মত ক্রিয়াকলাপের জন্য ফিশিং রড বা খেলাধুলার সরঞ্জাম নিয়ে যেতে ভুলবেন না।

জন আরও বলেন, আপনি যদি আরও বেশি আরামদায়ক ক্যাম্পিং পছন্দ করেন, তবে সুখবর হচ্ছে এ-বিষয়ে ক্যাম্পিং গিয়ার টেকনোলজি অনেক দূর এগিয়ে গেছে।

সবগুলো গিয়ার ঠিকভাবে কাজ করে কিনা তা দেখতে প্রথমে বাড়িতে আপনার গিয়ার সেট আপ এবং পরীক্ষা করে দেখে নিতে পারেন।

এরিন বলেন,

তাঁবু খাটানোর আগে জায়গাটি ভালো করে দেখে-শুনে নিন।

এরিন আরও বলেন, ক্যাম্পার হিসেবে দায়িত্বশীল হওয়াটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। পাশের ক্যাম্পারের অবস্থানকে সম্মান করা এবং স্থানীয় নিয়ম অনুসরণ করার কথা ভুলে যাওয়া চলবে না।

ক্যাম্পিং করার সময় স্থানীয় গাছপালার কোনো ক্ষতি করবেন না এবং ফেরার সময় আপনার আবর্জনা সাথে করে বাড়িতে নিয়ে আসবেন।

জন বলেন,

আপনি যদি জেনারেটর ব্যবহার করেন তবে এর উচ্চ-শব্দের ব্যাপারে সচেতন থাকুন।
Camping in Australia - Image Mark Direen -  Pexels.jpg

মার্ক একমত হন যে,সৌজন্য এবং যত্ন সবার জন্য ক্যাম্পিং এর অভিজ্ঞতাকে আরও চমৎকার করে তোলে।

ক্যাম্পফায়ার জ্বালানোর সময় সাবধানতা অবলম্বন করার ব্যাপারেও তিনি সতর্ক থাকার কথা বলেছেন।

শুধু অনুমোদিত জায়গাতেই ছোট ক্যাম্পফায়ার জ্বালান, আর চলে যাওয়ার আগে নিশ্চিত করুন আগুন পুরোপুরি নিভে গেছে।

কোনো নির্দিষ্ট এলাকায় ক্যাম্পিং সম্পর্কে বিস্তারিত জানতে রওনা হওয়ার আগে অনলাইনে স্থানীয় তথ্য খোঁজ করুন, আবহাওয়ার খবর দেখুন, আর যে ক্যাম্পসাইট ও ন্যাশনাল পার্কে যাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই যাচাই করে নিন।

    অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।

    আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে  australiaexplained@sbs.com.au  -এ আমাদের ইমেল করুন।


    Share

    Follow SBS Bangla

    Download our apps

    Watch on SBS

    SBS Bangla News

    Watch it onDemand

    Watch now