গুরুত্বপূর্ণ দিক
- অস্ট্রেলিয়া যেন রোড ট্রিপের জন্যই তৈরি—তবে লোকালয়ের মধ্যে দূরত্ব, বন্যপ্রাণী এবং দূরবর্তী অঞ্চলগুলোর কারণে আগে থেকে পরিকল্পনা করা খুবই জরুরি।
- সঙ্গে রাখুন প্রয়োজনীয় জিনিসপত্র—একটি কাগজে ছাপা মানচিত্র, পানি, খাবার ও ফার্স্ট এইড কিট। আর রাস্তায় চলার সময় বন্যপ্রাণীর দিকে সতর্ক দৃষ্টি রাখুন, বিশেষ করে ক্যাঙ্গারুর ক্ষেত্রে।
- দেশজুড়ে ছড়িয়ে থাকা ছোট শহর, কান্ট্রি বেকারি, আর ন্যাশনাল পার্কগুলোয় বিরতি নিন; সময় নিয়ে উপভোগ করুন অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি।
- জনপ্রিয় রোড ট্রিপ রুটগুলোর মধ্যে রয়েছে দ্য গ্রেট ওশান রোড, দ্য প্যাসিফিক কোস্ট, তাসমানিয়া। আর যারা রোমাঞ্চপ্রিয়, তাদের জন্য গিব রিভার রোড কিংবা কেপ ইয়র্ক থেকে কেয়ার্নস পর্যন্ত রাস্তা।
অস্ট্রেলিয়ার আকার অনেক বড়। এই দেশের ব্যাপ্তি বোঝার সর্বোত্তম উপায় হল এর রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়া।
আপনার যদি অন্য কোথাও রোড ট্রিপের অভিজ্ঞতা থেকেও থাকে, তবু মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ার রাস্তার নিজস্ব কিছু চ্যালেঞ্জ রয়েছে।
ভ্রমণবিষয়ক লেখক লারা পিকোনে বলেন,
রোড ট্রিপগুলোয় কেবল সুন্দর দৃশ্য দেখা ছাড়াও আরও অনেক অভিজ্ঞতা পাওয়া সম্ভব।
তবে আকার বিশাল বলেই বেরিয়ে পড়ার আগে বেশ কিছু পরিকল্পনা করে নেয়ার প্রয়োজন পড়ে। কিছু এলাকা বেশ প্রত্যন্ত, যেখানে অনেক দূর পর্যন্ত কোনও ফোন রিসেপশন বা পেট্রোল পাম্প থাকে না।
রওনা হওয়ার আগে আপনার রুটটি সম্পর্কে খোঁজখবর করে নিন এবং আপনার রোড সাইড অ্যাসিস্ট্যান্স কোম্পানির সাথে আলাপ করে নিন।
RACV-এর হেড অব পলিসি জেমস উইলিয়ামস বলেন, আপনার গাড়িতে কিছু গুরুত্বপূর্ণ জিনিস রাখা উচিত।

যদি আপনার গাড়ি নষ্ট হয়ে যায় এবং ফোন রিসেপশন না থাকে, তাহলে আপনার গাড়ির পাশেই অবস্থান নেয়ার পরামর্শ দেন উইলিয়ামস।
গ্রামাঞ্চলে গাড়ি চালানোর সময় বন্যপ্রাণী সম্পর্কে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ক্যাঙ্গারুদের ব্যাপারে। ভোরবেলা এবং সন্ধ্যাবেলা গাড়ি চালানো এড়িয়ে চলুন, কারণ এই সময়গুলোয় তারা সবচেয়ে বেশি সক্রিয় থাকে।
জেমস উইলিয়ামস বলেন,
বন্যপ্রাণীর সঙ্গে সংঘর্ষ মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
যদি আপনি কোনো প্রাণীকে ধাক্কা দিয়ে ফেলেন, তাহলে নিরাপদে গাড়ি থামান। সবাই ঠিক আছে কিনা তা পরীক্ষা করুন, এবং যদি প্রাণীটি আহত হয়, তাহলে সাহায্যের জন্য স্টেটের ওয়াইল্ডলাইফ এজেন্সিকে কল করুন।
অস্ট্রেলিয়ার আবহাওয়াও গাড়ি চালানোর পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। উইলিয়ামস ভ্রমণকারীদের সতর্ক থাকার কথা মনে করিয়ে দেন, বিশেষ করে চরম গ্রীষ্ম এবং শীতের সময়ে।

সারা দেশে সড়কের নিয়ম প্রায় একই রকম, তবে গাড়ি চালানোর আগে নির্দিষ্ট স্টেটের নিয়মগুলো জেনে নেওয়া ভালো।
লারা পিকোনের মতে,
রোড ট্রিপ অস্ট্রেলিয়ার সাংস্কৃতিক বৈচিত্র্যকেও প্রকাশ করে।
অস্ট্রেলিয়ানরা পথে সাধারণত গ্রামাঞ্চলের বেকারি, ছোট শহর, পাব, খামারের দোকান এবং ক্যাম্পগ্রাউন্ডের মত জায়গাগুলোয় থামতে পছন্দ করে। লারা পিকোনে বলেন যে সবারই আউটডোর অ্যাকটিভিটিতে অংশ নেওয়া আবশ্যক।

নতুনদের জন্য উপযুক্ত রোড ট্রিপের জন্য , তার কিছু পরামর্শ রয়েছে। যেমন, গ্রেট ওশান রোড, প্যাসিফিক কোস্ট, এবং টাসমানিয়ার রাস্তা।

আর যারা বেশ অভিজ্ঞ, তাদের জন্যে তিনি বলেন অন্য কিছু রাস্তার কথা। যেমন, কেয়ার্ন্স থেকে কেপ ইয়র্ক, গিব রিভার রোড, মারে নদীর পাশের সড়কপথ।
আরও তথ্য জানার জন্য ট্যুরিজম অস্ট্রেলিয়া অথবা আপনার স্টেট বা টেরিটরির অফিসিয়াল পর্যটন ওয়েবসাইটটি দেখুন, এই ওয়েবসাইটগুলোতে রোড ট্রিপের জন্য উপযোগী অনেক তথ্য দেওয়া রয়েছে।
অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং টিপসের জন্য ‘অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ পডকাস্ট অনুসরণ করুন।
আপনার কোনো প্রশ্ন বা নতুন কোনো বিষয় নিয়ে আমাদের পডকাস্টে শুনতে চাইলে australiaexplained@sbs.com.au -এ আমাদের ইমেল করুন।










