রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতারা

Prime Minister Anthony Albanese after signing the condolence book at Parliament House in Canberra

Prime Minister Anthony Albanese after signing the condolence book at Parliament House in Canberra Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE

অস্ট্রেলিয়ার বর্তমান ও প্রাক্তন প্রধানমন্ত্রীরা পরলোকগত রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, অস্ট্রেলিয়ায় কাটানো তাঁর সময়ের কথা স্মরণ করে তাঁর দীর্ঘ জীবন উদযাপন করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করার জন্য অস্ট্রেলিয়ান সংসদের আগামী অধিবেশন স্থগিত করা হয়েছে, এবং অ্যান্থনি অ্যালবানিজি শীঘ্রই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন। তবে রানির মৃত্যু অস্ট্রেলিয়ায় রাজতন্ত্রের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে।


সংসদ ভবনে আয়োজিত সশস্ত্র স্যালুট ও অর্ধনমিত জাতীয় পতাকা একটি যুগের পরিসমাপ্তির কথাই সবাইকে মনে করিয়ে দিচ্ছে।

সেখানে রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনের প্রতি বছরের জন্য একটি করে সব মিলিয়ে ৯৬ বার গুলির শব্দ শোনা গেল।

অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনের সব পক্ষই এ মৃত্যুতে শোক প্রকাশ করছে। রানি তার রাজত্বকালে সর্বমোট ১৬ জন প্রধানমন্ত্রীকে পেয়েছিলেন।

এবং তিনি নিজেই ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ার সংসদ ভবনটি উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি এই বিষন্ন কন্ঠে খুব সকালে জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন।

বিরোধীদলীয় নেতা পিটার ডাটনও সকালবেলাতেই তাঁর সমবেদনা জানিয়েছেন এবং অস্ট্রেলিয়ার ইতিহাসে রানির ভূমিকার কথা স্মরণ করেন।

অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও গভর্নর জেনারেল যুক্তরাজ্যের উদ্দেশ্যে শীঘ্রই রওনা দেবেন।

তবে বাকিংহাম প্যালেস এখনও কোনও তারিখ ঘোষণা করেনি।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে একই বিমানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতারাও যোগ দিতে পারেন।

ক্যাপিটাল হিলের অনেকের জীবনেই ভূমিকা রেখেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

প্রাক্তন লিবারেল প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড ছিলেন রানির শাসনামলে রবার্ট মেনজিসের পরে দ্বিতীয় দীর্ঘমেয়াদী দায়িত্ব পালনকারী নেতা।

টনি অ্যাবট, রানীর সাথে দেখা হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন চ্যানেল সেভেনকে।

প্রাক্তন লিবারেল প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলও একই ধরনের অনুভূতি ব্যক্ত করেছেন।

রিপাবলিকান আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমর্থনকারী মি. টার্নবুল ভবিষ্যতের প্রশ্নে নিরপেক্ষ থেকেছেন এবং এবিসি-কে বলেছেন যে তিনি রাজা চার্লসের পরিবেশগত এবং জলবায়ু বিষয়ক বক্তব্যকে সমর্থন করেন।

কিন্তু রানি এলিজাবেথের প্রয়াণ অস্ট্রেলিয়ার সাংবিধানিক ভবিষ্যৎ নিয়ে আলোচনাকে নতুন করে উস্কে দিয়েছে।

গ্রিনস লিডার অ্যাডাম ব্যান্ডট এবং দলটির ডেপুটি মেহরিন ফারুকি টুইটারের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রতি রাজতন্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করার এবং ভয়েস টু পার্লামেন্ট প্রতিষ্ঠার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে সাংবিধানিক ভয়েসের জন্য রেফারেন্ডাম ওয়ার্কিং গ্রুপের সদস্য এএনইউ-এর অধ্যাপক পিটার ইউ বলেছেন, এই আলোচনা করার উপযুক্ত সময় এখন নয়।

আগামী সপ্তাহে পুনরায় সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রানির প্রয়াণে শোক প্রকাশের জন্যে এই অধিবেশন কমপক্ষে ১৫ দিনের জন্য বিলম্বিত করা হয়েছে।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
রানির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন অস্ট্রেলিয়ার রাজনৈতিক নেতারা | SBS Bangla