আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে। বছর শেষের একদিন আগে সেখানে নতুন কলেবরে রেল স্টেশন এবং বিমানবন্দরের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রোড শো করেছেন তিনি। তারপর এক জনসভায় মন্দির উদ্বোধনের দিন দেশে অকাল দীপাবলী পালনের সঙ্গে এক সপ্তাহব্যাপী স্বচ্ছতা অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই অনুষ্ঠানে দেশের সব বিরোধী দলের নেতা -নেত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁদের খুব কম জন উপস্থিত থাকতে পারেন, এখনো পর্যন্ত এমনটাই ইঙ্গিত মিলছে।
এর মধ্যে, মুম্বাই ব্লাস্টের অন্যতম অভিযুক্ত হাফিজ মোহাম্মদ সায়েদকে প্রত্যর্পণের জন্যে প্রতিবেশী পাকিস্তানকে জানিয়েছে ভারত।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।




