এ সপ্তাহের হাইলাইটস
- বাংলাদেশে সংসদীয় নির্বাচন এবং গণভোটের দিন যতই এগিয়ে আসছে ততই জোট ও জোট ভাঙ্গার রাজনীতি সামনে আসছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আসনবণ্টন প্রসঙ্গে আরও বেশি আসন নিয়ে শরিক দলগুলোর দাবি।
- এরই মধ্যে সামনে গুরুত্বের সঙ্গে উঠে আসছে গণভোট প্রসঙ্গ। বাংলাদেশের সব নাগরিক যাতে এই গণভোটে অংশ নেন, সেই দিকে জোর দিচ্ছে কমিশন। পাশাপাশি প্রচার পর্বে উঠে আসছে নির্বাচনে আওয়ামী লীগ না থাকার বিষয়টি।
- আর ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এস-আই-আর ইস্যুতে রাজনীতির উত্তাপ বাড়ছে। মুম্বাই পুরসভায় জয়ের পর দেশের শাসকদলের নেতাদের লক্ষ্য এখন পশ্চিমবঙ্গ।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।









