আজকের শীর্ষ খবর:
- প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজি অস্ট্রেলিয়ার প্রথম ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটরের পদে এয়ার মার্শাল ড্যারেন গোল্ডিকে নিযুক্ত করার ঘোষণা দিয়েছেন।
- অ্যাডিলেড ও এর পার্শ্ববর্তী হিলস এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সাহায্যের জন্য শত শত টেলিফোন কল এসেছে।
- বিরোধী দলীয়রা ভয়েস টু পার্লামেন্ট সম্পর্কিত গণভোট আয়োজনের দিনক্ষণ নিয়ে সমালোচনা করছে।
- সরকারের ১০ বিলিয়ন ডলারের আবাসন তহবিল গ্রিনস দল এবং কোয়ালিশন পার্টির অবরুদ্ধ করার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজি।
- একজন ডুবোজাহাজ বিশেষজ্ঞ বলছেন, টাইটানিকের ধংসাবশেষের দিকে যাত্রা করা ডুবোজাহাজটি সম্ভবত তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়েছে।
- অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম লটারি বিজয়ী হয়েছেন সিডনির পশ্চিমাঞ্চলের ব্যাংকসটাউনের একজন ব্যক্তি।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।