আজকের শীর্ষ খবর:
- সরকারের অভিবাসন ব্যবস্থার দীর্ঘমেয়াদী সংস্কারের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে কমিটি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অব অস্ট্রেলিয়া।
- গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় প্রধান শহর খান ইউনিসের বাসিন্দারা বলছেন, ইসরায়েলি ট্যাংকগুলি শহরের মধ্য দিয়ে উত্তর থেকে দক্ষিণে যাওয়া প্রধান সড়কে পৌঁছেছে।
- এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হামাসের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরাইলকে আরও বেশি সক্রিয় হতে আহ্বান জানিয়েছেন।
- গতকাল রবিবার রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর কুইন্সল্যান্ডের প্রিমিয়ার হিসেবে আনাস্তাসিয়া পালাশাই জায়গা কে নেবেন তা নিয়ে অস্ট্রেলিয়ার রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
- কপ-২৮ জলবায়ু সম্মেলন দ্রুত সমাপ্তির দিকে যাওয়ার কারণে চাপ বাড়তে থাকায় দুবাইয়ে জলবায়ু বিষয়ক আলোচকদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে একটি চুক্তি চূড়ান্ত করার আহ্বান জানানো হচ্ছে।
- নরওয়ের রাজধানীতে গতকাল এক অনুষ্ঠানে কারাবন্দী ইরানি অ্যাক্টিভিস্ট নার্গেস মোহাম্মাদির সন্তানেরা তার পক্ষ থেকে এ বছরের নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেছেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।







