আজকের শীর্ষ খবর:
- ব্রিসবেন ও সানশাইন উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কারণে কুইন্সল্যান্ডের জরুরি পরিষেবাগুলি রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দাদের বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
- জাপানের মধ্যাঞ্চলে নতুন বছরের প্রথম দিনে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছে, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখনও লাশ উদ্ধারের খবর জানিয়েছে।
- ভিক্টোরিয়া রাজ্যের আদালত ব্যবস্থা এক সাইবার আক্রমণের শিকার হয়েছে, হ্যাকাররা এই আক্রমণের মাধ্যমে কয়েক সপ্তাহের রেকর্ড করা আদালত এবং ট্রাইব্যুনালের বিভিন্ন শুনানির দখল পেয়ে যায়।
- মধ্যপ্রাচ্যের গাজা উপত্যকায় ভ্যাকসিনের একটি গুরুত্বপূর্ণ চালান পৌঁছেছে, সেখানে পোলিও ও হামের মতো রোগের ঝুঁকিতে থাকা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলজুড়ে আনুমানিক ৬০ হাজার নবজাতককে রক্ষা করার জন্য ত্রাণ কর্মীরা অবিরাম কাজ করে চলেছে।
- ডিজনির প্রথম দিকের মিকি মাউস অ্যানিমেশনটি সম্প্রতি পাবলিক ডোমেইনে প্রবেশ করেছে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুসারে ৯৫ বছর পার হয়ে যাওয়ার পরে এর কপিরাইটের মেয়াদ শেষ হয়ে গেছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।




