আজকের শীর্ষ খবর:
- ব্যাপক বন্যার পরে নর্থ কুইন্সল্যান্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, সেই সাথে রেকর্ড বন্যায় ক্ষতিগ্রস্থ লোকদের জন্য আরও আর্থিক সহায়তা দেয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।
- ফেডারেল বিরোধীদল আসন্ন ছুটির মৌসুমকে সামনে রেখে পারিবারিক সহিংসতা নিয়ে একটি সচেতনতা অভিযান শুরু করেছে।
- চেক প্রজাতন্ত্রের ২৪ বছর বয়সী এক শিক্ষার্থী তার বাবাসহ ১৫ জনকে গুলি করে হত্যা করার পর আরও ২৫ জনকে আহত করেছে।
- মধ্যপ্রাচ্যে ত্রাণবাহী ট্রাকগুলো রাফাহ সীমান্ত অতিক্রম করে গাজায় প্রবেশের পরে আবার মিশরে ফিরে গেছে, সেখানে দ্বৈত নাগরিকদের অনেকেই মিশরে প্রবেশ করছে।
- অ্যালকোহল অ্যান্ড ড্রাগ ফাউন্ডেশন চলতি উৎসবের মৌসুমে অস্ট্রেলিয়ানদের অতিরিক্ত মদ্যপানের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
- ক্রিসমাসের আগে আগে বিপজ্জনক খেলনার বিরুদ্ধে অভিযানের মাধ্যমে বেশ কয়েকটি খেলনা বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।