আজকের শীর্ষ খবর:
- ওয়েস্টার্ন ভিক্টোরিয়ায় ভয়াবহ দাবানল নেভাতে লড়াই করছে দমকল বাহিনীর সদস্যরা, তাদের সাথে যোগ দিতে অন্যান্য এলাকা থেকে আরও কর্মীরা সেখানে রওয়ানা হয়েছে।
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বাসিন্দারা এই মুহূর্তে প্রতিকূল আবহাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে, একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেখানকার উপকূলে শীঘ্রই আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।
- নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে যে তারা পুলিশ অফিসার বো ল্যামারেকে খুঁজছে। বো সম্ভবত টিভি উপস্থাপক জেসি বেয়ার্ড এবং তার ফ্লাইট অ্যাটেনডেন্ট পার্টনার লুক ডেভিসের নিখোঁজের সাথে জড়িত থাকতে পারেন।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় ছড়িয়ে পড়া সংক্রামক রোগে ফিলিস্তিনিদের মৃত্যুর হার শেষ পর্যন্ত চলমান ইসরায়েলি যুদ্ধের চেয়েও বেশি হতে পারে।
- ফেডারেল সরকার নতুন এক কর্মসূচীর জন্যে তিন মিলিয়ন ডলারের একটি তহবিল ঘোষণা করেছে, যার মাধ্যমে পারিবারিক সহিংসতার লক্ষণ বোঝার সক্ষমতা বাড়ানো এবং তার প্রতিক্রিয়া জানানোর কৌশল সম্পর্কে সাধারণ মানুষদের অবহিত করবে।
- মেলবোর্নের একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আত্মহত্যা করা এক নারীর পরিবার ও বন্ধুরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপযুক্ত জবাব দাবি করেছেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।






