আজকের শীর্ষ খবর:
- মধ্যপ্রাচ্যের গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় ফিলিস্তিনি অস্ট্রেলিয়ানরা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলাকে সমর্থন করার জন্য ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
- লেবাননের হিজবুল্লাহ প্রধান বলেছেন, বৈরুতে হামাসের উপনেতা নিহত হওয়ার পর তারা ‘নীরব বসে থাকবে না’।
- অস্ট্রেলিয়ার সাবেক নিরাপত্তা প্রধান ডেনিস রিচার্ডসনকে ২০০৩ সালের মন্ত্রিসভার নথি দেশের আর্কাইভে হস্তান্তরের বিষয়টি পর্যালোচনার জন্যে নেতৃত্ব দিতে নিযুক্ত করা হয়েছে।
- ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে দুটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছেন।
- ফেডারেল সরকার অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের মধ্যে যারা তাদের প্রাথমিক চাকরির সময়কালের পরে আরও তিন বছর কাজ করার প্রতিশ্রুতি দিবে, তাদেরকে এককালীন ৫০ হাজার ডলার প্রদানের প্রস্তাব দেবে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।




