আজকের শীর্ষ খবর:
- ভ্রমণকারীদের উৎসাহিত করার জন্যে জেটস্টার ও কোয়ান্টাস এয়ারলাইন্সের সাথে যৌথভাবে কুইন্সল্যান্ডগামী ফ্লাইটে মূল্যছাড় দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
- সামরিক বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাবের আওতায় প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির বাসিন্দাদের অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের অনুমতি দেওয়ার ঘোষণা আসতে পারে।
- মেলবোর্নের পশ্চিমে একটি আইসক্রিমের দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনাকে পুলিশ সন্দেহজনক বলে মনে করছে।
- নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলে ৫৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর পর এই গ্রীষ্মে পানিতে ডুবে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে গেছে।
- যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে ১৭ বছর বয়সী এক কিশোরের গুলিতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।