আজকের শীর্ষ খবর:
- অস্ট্রেলিয়ার ফরেন মিনিস্টার পেনি ওং নতুন বছরের শুরুতে মধ্য প্রাচ্য সফর করবেন বলে জানা গেছে।
- গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের তীব্র সংঘাত এখনও অব্যাহত রয়েছে।
- নিউইয়র্কের একটি ইহুদি প্রার্থনালয়ের বাইরে দু'বার শটগানের গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
- ডমেস্টিক ভায়োলেন্সের শিকার ব্যক্তিরা যেন আরও সহজে সহায়তা পেতে পারে, তার জন্যে ডিজাইন করা একটি নতুন উদ্যোগের অধীনে টেক্সট মেসেজের মাধ্যমে বিশেষজ্ঞ পরামর্শ এবং অন্যান্য সহায়তা পেতে সক্ষম হবেন।
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি ন্যাটোভুক্ত দেশগুলোর 'অবিচল সমর্থন' রয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।







