এ সপ্তাহের হাইলাইট
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন ভোটের স্বচ্ছতা তুলে ধরতে সংবাদকর্মী ও পর্যবেক্ষকরা প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই কেন্দ্রে ঢুকে ছবি তুলতে পারবেন।
- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে জানান, আগামী নির্বাচনের পর বাংলাদেশে ‘বিরোধী দলের কী হবে’ তা জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল।
- ‘ডামি নির্বাচন’ ঘিরে সারা দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী।
- বাংলাদেশকে দেওয়া ঋণের শর্ত অনুযায়ী আর্থিক খাতের সংস্কারের প্রস্তবনাগুলো প্রকাশ্যে এনেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।
- ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে সরকারি-বেসরকারি ১৯টি ব্যাংকে ২৪টি বড় ঋণ কেলেঙ্কারির মাধ্যমে ৯২ হাজার কোটিরও বেশি টাকা আত্মসাৎ হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি।
- সিপিডির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের ব্যাংকগুলোতে ক্লাসিফায়েড লোন বা অনাদায়ী ঋণের হার কমেছে, যে তথ্য সিপিডি তাদের রিপোর্টে সুকৌশলে গোপন করেছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।









