এ সপ্তাহের হাইলাইট
- রেকর্ড সংখ্যক ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নিয়ে গঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
- অনুমতি না থাকায় বিএনপিকে রাজধানীর সাতটি স্থানে কালো পতাকা মিছিল করতে দেয়নি পুলিশ।
- আজ থেকে শুরু মাসব্যাপী বইমেলা।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।










