এ সপ্তাহের হাইলাইট:
- সরকার পতনের এক দফা দাবিতে টানা আন্দোলনে থাকা বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বুধবার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে।
- দেশজুড়ে ‘অগ্নি সন্ত্রাস-নাশকতা’র ঘটনা ক্ষমতাসীনরাই ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- সোমবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না।
- বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন-পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে বাংলাদেশে আসা কমনওয়েলথ দল।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে।
এসবিএস বাংলার লাইভ অনুষ্ঠান শুনুন এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।




