বাংলাদেশের সাম্প্রতিক খবর, ২৭ অগাস্ট, ২০২২

BANGLADESH CIVIL UNREST CONFLICTS ROHINGYA

A Rohingya refugee reacts during a protest held to mark the five year anniversary of the mass migration of Rohingya refugees from Myanmar to Bangladesh, at a makeshift camp in Kutubpalang, Ukhiya, Cox Bazar district, Bangladesh, 25 August 2022. According to a spokesperson for the Cox's Bazar police, from 25 August 2017 to 20 August 2022 police recorded 2,438 crimes in Rohingya camps, including 100 murder cases, most perpetrated by sharp weapons or gunfire, 185 arms cases, 1,636 drug cases, 39 kidnapping cases, and 13 cases of attacks on police or law enforcement agencies. A total of 5,226 Rohingyas have been accused in these cases as authorities have taken steps to stem violence in the camps by erecting fences and increasing police vigilance. EPA/MONIRUL ALAM Source: EPA / MONIRUL ALAM/EPA/AAP

বাংলাদেশের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।


মূল দিকগুলো
  • মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোলিন হাইজার গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন
  • মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র
  • দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

১.

মিয়ানমারে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোলিন হাইজার গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের উচিত জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে রাখাইন রাজ্যে কাজ করার অনুমতি দেওয়া। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘আমরা মিয়ানমারকে এই বিষয়ে আহ্বান জানিয়েছি এবং এ নিয়ে আলোচনাও করেছি। কিন্তু কোনো সাড়া আসেনি। আমরা এর সমাধান চাই। আমরা কতদিন এই বিপুল সংখ্যক লোককে আতিথ্য দিতে পারি?’ জাতিসংঘের বিশেষ দূত বলেন, তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং তাদের সঙ্গে কথাও বলেছেন। এখন তাদের মিয়ানমারের নিজ বাসভূমিতে মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা অপরিহার্য। জাতিসংঘের সংস্থা ও এনজিওসহ সবাই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাজ করছে।

২.

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একথা বলেছেন। তবে কবে থেকে কত সংখ্যক রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে সে বিষয়ে কিছু বলেননি তিনি। ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আন্তর্জাতিক সম্মিলিত মানবিক সহায়তার অত্যাবশ্যক পদক্ষেপ হিসেবে আমরা বাংলাদেশসহ ওই অঞ্চল থেকে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন উল্লেখযোগ্যভাবে বাড়াতে কাজ করছি। যাতে তাঁরা যুক্তরাষ্ট্রে তাঁদের জীবনকে নতুনভাবে গড়তে পারে।’ বিভিন্ন সময় পশ্চিমা দেশগুলোর পাশাপাশি অন্যান্য দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় দ্রুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের বন্দোবস্ত করার জন্য বলে আসছে বাংলাদেশ। এমনকি পশ্চিম দেশগুলোর মধ্যে কোনো দেশ পারলে যেন রোহিঙ্গাদের আশ্রয় দেয়, সে আহ্বানও জানানো হচ্ছে। এই প্রেক্ষাপটে সংকটের পাঁচ বছরের মাথায় প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কাজ করছে বলে জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

Artistes demand an explanation on recent 'attacks' on the film industry in Dhaka - 25 Aug 2022
A representative speaks at a press conference held at the Dhaka Reporters Unity. A press conference was held at the Dhaka Reporters Unity, demanding the right to freedom of expression in Bangladeshi cinema and media content. The press conference was organised by the producers, artistes and associates of the film industry. At the conference, They demanded an explanation to why "Saturday afternoon" is stuck at the Bangladesh Film Censor Board and "Hawa" was stamped with a lawsuit for allegedly violating wildlife conservation laws. (Photo by Sazzad Hossain / SOPA Images/Sipa USA) Credit: SOPA Images/Sipa USA/AAP

৩.

দ্বাদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছে। বেশির ভাগ রাজনৈতিক দল এবং পেশাজীবী ও নাগরিক সমাজ ইভিএমের বিপক্ষে মত দিলেও কমিশন কেন তা আমলে নিল না, এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘দলগুলো কে কী প্রস্তাব দিয়েছে তা আমাদের মুখ্য বিবেচনায় আসেনি। আমরা ভোটাররা যাতে ভালোভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই বিষয়টিকে বিবেচনায় নিয়ে দীর্ঘ পর্যালোচনার পর সিদ্ধান্ত নিয়েছি। ’ অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ঝুঁকির মুখে পড়ল কি না এমন প্রশ্নে সিইসি বলেন, ‘ভবিষ্যদ্বাণী করতে পারব না।’

৪.

আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেড়শ আসনে ইভিএমে ভোট গ্রহণে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখান করে ব্যালট ব্যবহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঢাকার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরোধিতা করে দলের এমন অবস্থান তুলে ধরেন।

৫.

নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে না গিয়ে বিএনপি ইভিএম প্রত্যাখ্যান করায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেছেন, তাদের মনে তবে কোন খেলা? বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ- স্বাচিপ আয়োজিত শোক দিবসের আলোচনাসভায় তিনি এ প্রশ্ন তোলেন।

৬.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে আবেদনের সময় আরও দুই মাস বাড়ানো হয়েছে। এখন অক্টোবর পর্যন্ত আগ্রহীরা আবেদন করতে পারবে।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand