
Mahboob Zaman Source: Supplied
বাংলাদেশের এই ক্রান্তিকালে মুক্তিযোদ্ধা ও ডাকসুর সাবেক জিএস এবং ডাটা সফট এর এমডি মাহবুব জামানের উদ্দোগে এই অ্যাপটি চালু করা হয়েছে।যদিও এখনো এটি পরীক্ষামূলক পর্যায় আছে পহেলা বৈশাখ থেকে এই অ্যাপ টি পুরো বাজারে আসছে।
এছাড়াও কথা একটি ভার্চুয়াল হসপিটাল চালু করছে যার মাধ্যমে পর্যায়ক্রমে , ডায়ালেসিস, কেমোথেরাপি প্রভৃতির সময়সূচী যাতে মেইনটেইন করা যায়, সেটারও ব্যবস্থা করবে । সব ধরনের ডায়াগনস্টিক হোম সার্ভিসের সুবিধা থাকবে এই সার্ভিসে ।এটা হবে একটা পুরোপুরি ভার্চুয়াল হাসপাতাল।



