স্ট্রিটস অ্যালাইভ ফেস্টিভ্যালটি ছিল সিডনির বহুসাংস্কৃতিক কমিউনিটির চেতনায় বিনোদনে পূর্ণ একটি উদযাপন।
পাঁচটি পারফরম্যান্স এলাকা এবং ২৫০ টিরও বেশি চারু ও কারুশিল্পের স্টল সমন্বিত এই উৎসবটিতে ছিল সব বয়সীদের জন্য নানা ধরনের আয়োজন। অংশগ্রহণকারীরা সারা দিন বিনামূল্যে বিনোদনমূলক রাইড উপভোগ করেছেন এবং শিশুরা নানা উপহার সামগ্রী পেয়েছে।
সকাল ১১ টায় উৎসবের কর্যক্রম শুরু হয় দারুন একটি প্রাণবন্ত স্ট্রীট প্যারেড দিয়ে। এসময় স্থানীয় কমিউনিটি গ্রুপগুলো এই এলাকার সমৃদ্ধ বহুসংস্কৃতি এবং ইতিহাস প্রদর্শন করে।
বছরের এই বৃহৎ ইভেন্ট স্ট্রিটস অ্যালাইভ ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় বরং ব্ল্যাকটাউন কমিউনিটির জন্য একটি বিশেষ উদযাপন, যা সঙ্গীত, নাচ, খাবার এবং শিল্পের প্রদর্শনের মাধ্যমে সকল সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে।
বাসিন্দা এবং দর্শনার্থীদের উদযাপনে যোগ দিতে, কমিউনিটির সদস্যদের সাথে জড়িত হতে এবং বছরের সবচেয়ে বড় এই উৎসবে ব্ল্যাকটাউনের বিভিন্ন আয়োজন উপভোগ করতে ব্ল্যাকটাউন সিটির পক্ষ থেকে উৎসাহিত করা হয়।
এই উৎসবে যোগ দিয়েছেন ব্ল্যাক টাউনের বাংলাদেশি কমিউনিটির তাহসিন ও ইহান দম্পতি, তারা কথা বলেছেন এসবিএস-এর সাথে।
এই অনুষ্ঠানের ব্যবস্থাপনার প্রশংসা করে মিসেস তাহসিন বলেন, এখানে অনেক রকমের একটিভিটি আছে, বেশ ভালো লাগছে দেখে।
তিনি বলেন, "সিডনির বিভিন্ন সাবার্বে থাকার পর গত ৪ বছর ধরে ব্ল্যাকটাউনে থাকছি। এখানকার পরিবেশ, আবহাওয়া, এবং মানুষজন - সবকিছুই ভালো লাগে।"
নিজের স্ত্রী ও সন্তানদের নিয়ে উৎসবে আসার অনুভূতি ব্যক্ত করে মি. ইহান বলেন, বাচ্চাদের নিয়ে ছুটির দিনে এসব অনুষ্ঠান আমরা খুব উপভোগ করি।
"ব্লাকটাউনে সব কমিউনিটির মানুষদের বসবাস, এখানকার মানুষজন তো অসাধারণ।"
তিনি বলেন, এখানে সব দেশের, সব সংস্কৃতির মানুষজন যোগ দিয়েছে, তবে আমরা এর মাঝেও নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলিনি। সব সংস্কৃতির মিশেলে যে বহু-সংস্কৃতির সমাজ এখানে গড়ে উঠেছে, তা অসাধারণ, জীবনযাপন এখানে অনেক সুন্দর।
তাহসিন ও ইহান দম্পতির পুরো কথোপকথনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।










