BMS Unified এর বর্তমান সভাপতি ডাক্তার রেজা আলী বলেন,
“প্রথমে ২০০২ সালে বাংলাদেশ মেডিকেল সোসাইটি গঠনের কিছু তৎপরতা শুরু হয়েছিল গুটিকয়েক ডাক্তারকে দিয়ে। কিন্তু, সেই উদ্যোগটা তখন ফলপ্রসূ হয় নি। ২০১০ সালের জুন মাস নাগাদ কিছু ডাক্তার মিলে আবার একটা প্রচেষ্টা হাতে নিলেন। এবং ঐ উদ্যোগটা বেশ সফলভাবে এগিয়ে গেল।”
এই সংগঠনটির প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান ছিল তাদের কথা স্মরণ করে তিনি বলেন,
“প্রথমেই নাম স্মরণ করতে চাই ডাক্তার সাদেক আহমেদ এবং তার সাথে আরও যারা ছিলেন। ডাক্তার জাকির পারভেজ, ডাক্তার শরীফুদ্দৌলা, ডাক্তার আয়াজ চৌধুরী, ডাক্তার জেসি চৌধুরী, ডাক্তার ময়নুল ইসলাম, ডাক্তার মতিউর রহমান – এরা হলো গিয়ে তখনকার বিএমএস-এর, আমরা যাকে বলবো যে, ফাউন্ডিং মেম্বারস হিসেবে যারা কাজ করেছিলেন।”
২০১০ সালের আগস্ট মাসে প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, বলেন তিনি।
সংগঠনটির বর্তমান অবস্থা এবং সদস্য হওয়ার শর্ত সম্পর্কে ডা. রেজা বলেন,
“বর্তমানে আমাদের সদস্য সংখ্যা চারশ’র কাছে।”
“মেম্বার হওয়ার জন্য বাংলাদেশ থেকে এমবিবিএস পাশ করে আসাটাই যথেষ্ট।”
তাদের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,
“আমরা একটা ডাটাবেস তৈরি করছি। যে-কোনো বাঙালি যদি বাংলা ভাষাভাষী জিপি-কে খোঁজেন, তাহলে ঐ ডাটাবেসের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারবেন।”
“দেশের থেকে আমাদের অনেক ফ্যামিলি মেম্বার আসেন। কিন্তু, পর্যাপ্ত পরিমাণের হেলথ ইনস্যুরেন্স হয়তো করেন নি এবং তারা কোনো ডাক্তারের কাছে চিকিৎসার বিষয়ে সহায়তা চান, তাদেরকে সহায়তা করার জন্য আমরা ঐ হেল্পলাইনটা ব্যবহার করবো।”
অস্ট্রেলিয়ায় বাংলাদেশী জনগোষ্ঠীর দ্বিতীয় প্রজন্মের জন্য কাজ করতে চান তারা। ডা. রেজা বলেন,
“এখানে যারা সেকেন্ড জেনারেশন, ধরেন, যারা এসেছেন, তাদের বাচ্চারা কীভাবে মেডিকেল কলেজে ভর্তি হতে পারে বা ভর্তি হওয়ার কী কী ধাপ আছে, অভিভাবকদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কিছু সেমিনার-সিম্পোজিয়ামও করবো।”
ডা. রেজা আলীর সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।











