শীর্ষ সংবাদ
- সাবেক একজন চাইল্ড কেয়ার কর্মীর বিরুদ্ধে ৯১ টি শিশুকে নির্যাতন করার অপরাধে ১,৬২৩টি অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ান ফেডারাল পুলিস বা এএফপি।
- অস্ট্রেলিয়া অবশেষে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি করা শুরু করেছে। ট্রেজারার জিম চ্যালমার্স এ কথা বলেছেন। তার মতে, বাড়ির মালিকরা উচ্চ সুদের হারের জন্য এখন প্রস্তুত।
- ভয়েস টু পার্লামেন্ট গণভোটে কেন ‘হ্যাঁ’ ভোট দিবেন সেটা উল্লেখ করে, আট জন প্রাক্তন বিচারক একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।
- ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, দক্ষিণ ইউক্রেনের ক্রিভি-রিহ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১০ বছর বয়সী একটি মেয়ে ও তার মা-সহ অন্তত ছয় জন নিহত হয়েছে।
- ভারতের মহারাষ্ট্রের থানে জেলার শাহপুর তেহসিলে আজ গার্ডার লঞ্চিং মেশিন ভেঙ্গে অন্তত ১৬ জন নিহত হয়েছে। খবর, টাইমস অব ইন্ডিয়ার।
- মেলবোর্নে বিশ্ব-চ্যাম্পিয়ন কানাডাকে ৪-০ গোলে পরাস্ত করে নারী বিশ্বকাপের শেষ ষোলতে উঠেছে অস্ট্রেলিয়া।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।
আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।









