আজকের শীর্ষ খবর:
- এ সপ্তাহে সংসদে স্টেজ থ্রি ট্যাক্স কাট নিয়ে বিতর্ক প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ইনভেস্টমেন্ট প্রপার্টির ট্যাক্স ব্রেকে পরিবর্তন আনার জন্য চাপের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থোনি অ্যালবানিজি এবং বিরোধী দলীয় নেতা পিটার ডাটন উভয়েই।
- নিউ সাউথ ওয়েলস সরকারের রিটার্ন টু ওয়ার্ক পাথওয়ে প্রোগ্রামের অধীনে নতুন করে অনুদানের ব্যবস্থা করা হয়েছে। নারীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্য এতে দুই মিলিয়ন ডলার পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। প্রধান শহরগুলোর বাইরে বসবাসকারী স্থানীয় আদিবাসী, প্রবীণ এবং কর্ম-সংস্থানে আগ্রহী নারীদেরকে এর মাধ্যমে সহায়তা করা হবে।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একজন মুখপাত্র বলেন, রাশিয়ার আক্রমণ থেকে ন্যাটো সদস্যদের রক্ষা করার বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আতঙ্কজনক এবং ভারসাম্যহীন। সাউথ ক্যারোলিনায় এক সমাবেশে মিস্টার ট্রাম্প বলেছিলেন, ন্যাটোতে পর্যাপ্ত আর্থিক অবদান না রাখা সদস্য দেশকে আক্রমণ করার জন্য তিনি রাশিয়াকে উৎসাহিত করবেন।
- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৭৯ রানে হারালো অস্ট্রেলিয়া। বেনোনিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৩ ওভার ৫ বলে ১৭৪ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS









