আজকের শীর্ষ খবর:
- উষ্ণ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়ার বেশিরভাগ স্থানে টোটাল ফায়ার ব্যান জারি করা হয়েছে। ২০১৯ থেকে ২০২০ সালের ব্লাক সামার ফায়ারের পর এবার এ রকম পরিস্থিতি দেখা দিয়েছে। তাপপ্রবাহের কারণে তাসমানিয়া, সাউথ অস্ট্রেলিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াও অগ্নিকাণ্ডের ঝুঁকির জন্য সতর্ক রয়েছে।
- স্থানীয় আদিবাসীদের উন্নয়নে ‘ক্লোজিং দ্য গ্যাপ’ লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে ফেডারাল সরকার আগামী তিন বছরে অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলগুলোতে তিন হাজার কর্মসংস্থানের লক্ষ্য স্থির করেছে। ট্যুরিজম, হর্টিকালচার, রিটেইল এবং কমিউনিটি সার্ভিসেসের মতো খাতগুলোতে কর্মসংস্থানের জন্য ৭০৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। ফার্স্ট নেশন জনগোষ্ঠীর মাঝে কর্মসংস্থান বৃদ্ধি করতে এই উদ্যোগ।
- ১৩ বছর বয়সী একজন অটিস্টিক কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনার ক্ষেত্রে অটল রয়েছে কমনওয়েলথ ডাইরেক্টর অব পাবলিক প্রসিকিউশনস বা CDPP. ইসলামিক স্টেটের বিষয়ে তার মধ্যে আগ্রহের সৃষ্টি হলে তার বাবা-মা কর্তৃপক্ষের সাহায্য চায়। এরপরে, একটি গোপন পুলিশ অভিযানে তাকে লক্ষ্যবস্তু করা হয়।
- দক্ষিণ গাজার রাফায় হামাসের হাতে আটক দু’জন ইসরায়েলি-আর্জেন্টাইন জিম্মিকে মুক্ত করেছে ইসরায়েল। মিশরীয় সীমান্তের নিকটবর্তী এই শহরটিতে উদ্ধার অভিযানে ৭৪ জন ফিলিস্তিনি নিহত হয়। রাফাতে ১৪ লক্ষ বেসামরিক ব্যক্তি কয়েক মাস ধরে আশ্রয় নিয়েছে।
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।
৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS
রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।